প্লেনের সিটে রয়েছে এমন এক ‘গোপন বোতাম’...চাপলেই সফর হবে নিরাপদ! কোথায় সেই বোতাম জানেন?
- Published by:Tias Banerjee
Last Updated:
Secret Button For Flight Safety: প্লেন নিয়ে এমন অনেক তথ্য আছে যা অনেক যাত্রী জানেন না, বিশেষ করে যারা প্রথমবার প্লেনে উঠছেন। এমন এক তথ্যই হল এই 'সিক্রেট বোতাম'-এর হদিশ।
এয়ার ইন্ডিয়ার প্লেন ক্র্যাশের ঘটনায় স্তম্ভিত দেশ, তথা বিশ্ব। আহমেদাবাদে আকাশপথে বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার। যাত্রীদের মধ্যে কেবলমাত্র একজন এই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন। তিনি বসেছিলেন বিজনেস ক্লাসের ঠিক পিছনের প্রথম ইকোনমি সিটে। সিট নম্বর ছিল ১১ এ। এমারজেন্সি এক্সিটের পাশেই ছিল এই সিট, তাই প্রাণে বেঁচেছেন বিশ্বাস কুমার রমেশ নামের ওই ব্যক্তি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এই ‘গোপন বোতাম’টা কোথায় থাকে? এই ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ বোতামটি সাধারণত আইল সিটের আর্মরেস্টের নিচে বা পাশে লুকোনো থাকে। আর্মেনিয়ার জাতীয় বিমানসংস্থা এবং একটি জনপ্রিয় বাজেট এয়ারলাইন FlyArna-র একটি টিকটক ভিডিওতে এই বোতাম এবং আরও কিছু দরকারি ফিচার তুলে ধরা হয়েছে। ভিডিওটি ইতিমধ্যেই এক লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছেন, এবং বেশিরভাগই এই ‘সিক্রেট বোতাম’ জেনে বেশ রোমাঞ্চিত।
advertisement
✅ এই বোতামের সুবিধা কী? ভিডিওতে দেখা যায়, আপনি যদি করিডোর ঘেঁষা সিটে বসেন, তাহলে মাঝেমধ্যেই পাশের যাত্রীরা বা সামনে থাকা খাবার ট্রলি আপনার ওঠা-নামা কঠিন করে তোলে। এই বোতামটি চাপলেই আর্মরেস্টটা ওপরে উঠে যায়, ফলে সিটের পাশে একটি খোলা জায়গা তৈরি হয় — তখন আপনি বা পাশের যাত্রী সহজেই সিট থেকে উঠতে বা নামতে পারেন। বিশেষ করে যারা ফ্লাইটে বারবার হেঁটে বেড়াতে পছন্দ করেন, তাদের জন্য এটি খুব উপকারী।
advertisement
সব ফিচারের মধ্যে যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করেছে এই গোপন বোতাম। এটি জানলে অনেকেই এবার থেকে আইল সিট বেছে নেওয়ার কথা ভাববেন নিশ্চয়ই। ফ্লাইট নিয়ে কথা যখন উঠলই, আপনি কি জানেন কোন সিটটি সবচেয়ে আরামদায়ক? Reddit-এ এক কেবিন ক্রু সদস্য তার প্রিয় সিটের ছবি শেয়ার করেছেন, যা এখন যাত্রীদের মধ্যেও বেশ জনপ্রিয় হয়ে উঠছে।
advertisement