School Holidays September 2023: সেপ্টেম্বরে এতদিন বন্ধ থাকবে স্কুল-কলেজ...? দেখুন তারিখ-সহ ছুটির পূর্ণাঙ্গ তালিকা
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
School Holidays September 2023: রবিবার ছাড়াও বেশ অনেকগুলি দিন দেশের স্কুল-কলেজ বন্ধ থাকবে সেপ্টেম্বর মাসে। দেখুন কোন কোন দিন বন্ধ থাকছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি। রইল ছুটির দীর্ঘ তালিকা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
৫ সেপ্টেম্বর (শিক্ষক দিবস): ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকীকে চিহ্নিত করে পালিত হয় শিক্ষক দিবস। ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন একাধারে এক মহান দার্শনিক, শিক্ষক এবং পণ্ডিত। শিক্ষা ও ছাত্রদের প্রতি ড. রাধাকৃষ্ণনের জীবন, কর্মজীবন এবং দৃষ্টিভঙ্গির কথা স্মরণ করে ৫ সেপ্টেম্বর দিনটিতে ভারতে শিক্ষক দিবস পালন করা হয়।
advertisement
৬ বা ৭ সেপ্টেম্বর (জন্মাষ্টমী): প্রতি বছর দেশজুড়ে ব্যাপক আড়ম্বরে পালিত হয় পবিত্র জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের ধরাধামে আবির্ভাব সূচিত করে দেশজুড়ে পালিত হয় জন্মাষ্টমী উৎসব। এই বছরে জন্মাষ্টমীর সঠিক তারিখ সম্পর্কে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। দৃক পঞ্চং অনুসারে ৬ বা ৭ সেপ্টেম্বর উভয় দিনই জন্মাষ্টমী পালিত হবে।
advertisement
১৯ সেপ্টেম্বর (গণেশ চতুর্থী): গণেশ চতুর্থী, গণেশ চতুর্দশী বা বিনায়ক চতুর্দশী নামেও পরিচিত। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কর্ণাটক, গুজরাত এবং ওড়িশা-সহ বিভিন্ন রাজ্যগুলিতে উৎসাহের সঙ্গে দিনটি উদযাপিত হয়। সিদ্ধিদাতা গণেশের জন্মবার্ষিকী উদযাপন করা হয় এই দিনটিতে। ২৮ সেপ্টেম্বর গণেশ বিসর্জনের মাধ্যমে ১০ দিনের গণেশ উৎসব শেষ হয়। মুম্বই-তথা মহারাষ্ট্রে মহা ধুমধামের সঙ্গে পালিত হয় দিনগুলি। থাকে লম্বা ছুটি।
advertisement