Sawan Shivratri 2021: আজই শ্রাবণ শিবরাত্রি, এ ভাবে মহাদেবকে পুজো করলেই হবে ফললাভ
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
শাস্ত্র মতে, ৬ অগাস্ট পড়েছে শ্রাবণের শিবরাত্রি (Sawan Shivratri 2021) । ৬ অগাস্ট থেকে ৭ অগাস্ট কৃষ্ণা চতুর্দশীতে পালিত হবে শিবরাত্রি
advertisement
• শাস্ত্র মতে, ৬ অগাস্ট পড়েছে শ্রাবণের শিবরাত্রি (Sawan Shivratri 2021) । ৬ অগাস্ট থেকে ৭ অগাস্ট কৃষ্ণা চতুর্দশীতে পালিত হবে শিবরাত্রি। এর মধ্যেই পড়ছে শিবরাত্রির পরাণ কাল । চতুর্দশী তিথি শুরু হচ্ছে ৬ অগাস্ট সন্ধে ৬টা ২৮ মিনিট থেকে । তিথি শেষ হচ্ছে ৭ অগাস্ট সন্ধে ৭টা ১১ মিনিটে । শিবরাত্রির পরাণ কাল ৭ অগাস্ট সকালে ৫টা ৪৬ থেকে দুপুর ৩টে ৪৭ মিনিট পর্যন্ত ।
advertisement
advertisement
advertisement
advertisement
• মহাদেব অল্পেই সন্তুষ্ট । কিন্তু নিষ্ঠা ভরে পুজো করতে হয় তাঁকে । শিবলিঙ্গকে ঘি, মধু, দই, গোলাপ জল মাখিয়ে, তারপর দুধ, গঙ্গাজল দিয়ে অভিষেক করিয়ে, চন্দন আর ফুল দিয়ে তাঁকে সাজাতে হবে । বেল পাতা আর ধুতরো ফুল শিব পুজোয় অত্যাবশ্যকীয় উপাদান । তারপর পাঁচ ফল নিবেদন করে, ভক্তি ভরে তাঁর আরতি করে, নিজের মনোবাঞ্ঝা জানান ভোলা মহেশ্বরকে । তিনি সকলের প্রার্থনা শোনেন ।