হিন্দুধর্মে সাতদিন সাত রকমের গুরুত্ব আছে আলাদা আলাদা করে ৷ বুধবার সিদ্ধিদাতা গণেশের দিন ৷ প্রতীকী ছবি ৷
2/ 12
পুরাণ মতে এমন কোনও কাজ নেই যেখানে সিদ্ধিদাতাকে স্মরণ করে কাজ করলে সেই কাজ সম্পন্ন হয়না৷ প্রতীকী ছবি ৷
3/ 12
বেশ কিছু বিশেষ উপায়েই সিদ্ধিদাতার কৃপা পাওয়া যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
4/ 12
শ্রাবণ মাসের প্রতিটি দিনই বিশেষ গুরুত্বপূর্ণ ৷ গণেশকে প্রসন্ন করতে গেলে এই বিষয়টি খেয়াল রাখতে হবে সকালে উঠে তাড়াতাড়ি স্নান করতে হবে ৷ তারপরেই গণেশ বন্দনা বিশেষ ভাবে কাজে আসবে ৷ প্রতীকী ছবি ৷
5/ 12
ভগবান গণেশের পুজো করতে গেলে এই বিষয় খেয়াল রাখতে হবে ৷ পুজোতে যেন দূর্বা অবশ্যই যাতে থাকতে হয় ৷ প্রতীকী ছবি ৷
6/ 12
সিদ্ধিদাতা গণেশকে সন্তুষ্ট করতে গেলে গরুকে সবুজ ঘাস খাওয়াতে পারেন ৷ এটি অত্যন্ত শুভ একটি নিয়ম বলেই প্রচলিত আছে ৷
7/ 12
সিদ্ধিদাতা গণেশকে সন্তুষ্ট করতে বুধবার মুগডালের ভোগ অর্পিত করলে বিশেষ ফল পাওয়া সম্ভব ৷ এই প্রসাদ খেয়েই ব্রত শেষ করলে বিশেষ ফল পাওয়া সম্ভব ৷ প্রতীকী ছবি ৷
8/ 12
লাল রঙের সিঁদুর গণেশের অত্যন্ত প্রিয় ৷ এই কারণেই পুজোর সময়ে লাল রঙের সিঁদুর ব্যবহার করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
9/ 12
ভগবান গণেশকে সিঁদুর দিলে সেই লাল রঙের সিঁদুর নিজেও কপালে পড়ে নিন এতে বিশেষ ফল পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
10/ 12
লাগাতার ৭ বুধবার গণেশের পুজো করে মন্দিরে গিয়ে দর্শন করলে বিশেষ ভাবে ফল পাওয়া সম্ভব ৷ প্রতীকী ছবি ৷
11/ 12
এমন করলে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে সকল মনষ্কামনা পূরণ হয় ৷ এই ভাবেই সমস্ত গণেশ ভক্ত উপাসনা করলে বিশেষ ভাবে উপকার হবে জীবনে ৷ প্রতীকী ছবি ৷
12/ 12
Disclaimer:নিউজ ১৮ বাংলা উপরোক্ত তথ্য মানতে বাধ্য করেনা বা অনুরোধও করেনা, নিজের বিচার বিবেচনা দিয়ে মূল্যায়ন করেই ব্যবহারিক প্রয়োগ করতে হবে ৷ প্রতীকী ছবি ৷ প্রতীকী ছবি ৷