Tsunami Prediction: 'জাপানি বাবা'র ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী, জুলাই মাসে আসছে বিপদ! কোন প্রাকৃতিক বিপর্যয় হবে!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ryo Tatsuki Prediction: ১৯৯৯ সালে প্রকাশিত হয় সেই জাপানি ভবিষ্যৎদ্রষ্টার বই ‘দ্য ফিউচার আই স'। তাতসুকি সেখানে লিখেছেন, ২০২৫ সালের জুলাই মাসে ভয়ঙ্কর কোনও বিপর্যয় হবে।
advertisement
advertisement
১৯৯৯ সালে প্রকাশিত হয় সেই জাপানি ভবিষ্যৎদ্রষ্টার বই ‘দ্য ফিউচার আই স'। তাতসুকি সেখানে লিখেছেন, ২০২৫ সালের জুলাই মাসে ভয়ঙ্কর কোনও বিপর্যয় হবে। অনেকের দাবি, সেই লেখার কিছু ঘটনা ইতিমধ্যে বাস্তবে ঘটেছে। তার মধ্যে ২০১১ সালের মার্চ মাসে ঘটে যাওয়া টোহোকু ভূমিকম্প ও সুনামির ভবিষ্যদ্বাণী রয়েছে। ফলে এই ভবিষ্যদ্বাণী হেলায় উড়িয়ে দিতে পারছেন না অনেকেই।
advertisement
২০২১ সালের ‘কমপ্লিট এডিশন’-এ জুলাই মাসের বিপর্যয়ের কথা লিখেছেন তিনি। ২০২৫ সালের ৫ জুলাই জাপানের ঠিক নিচে ফিলিপাইন ও জাপানের মাঝে সমুদ্রতলে একটি ফাটল ধরবে বলে ভবিষ্য়দ্বাণী করেন তিনি। ভয়ংকর ধ্বংসযজ্ঞের ভবিষ্য়দ্বাণী করেন। ওই ফাটল থেকে ছুটে আসবে এমন এক সুনামি, যার ঢেউ হবে টোহোকু বিপর্যয়ের থেকেও তিনগুণ বড়। সমুদ্রের জল ফুটে উঠবে বলেও তিনি লিখেছেন।
advertisement
advertisement
advertisement