ট্রভেন্টস সম্পর্কে আরেকটি অদ্ভুত বিষয় হল এই পাথর একটি সিমেন্টের মত পদার্থ নিঃসরণ করে। এই পাথরের বিভিন্ন বিশেষত্ব দেখে একে জীব হিসেবে ভাবতে বাধ্য হতে হয়। প্রবল বৃষ্টি হলেই এই পাথর থেকে সিমেন্ট জাতীয় পদার্থ বের হতে থাকে। এই খনিজ পাথরে কিছু রাসায়নিক পদার্থ রয়েছে, যার প্রতিক্রিয়ার কারণে শিলা বৃদ্ধি পায়।
ট্রভেন্টস সম্পর্কে আরেকটি অদ্ভুত বিষয় হল এই পাথর একটি সিমেন্টের মত পদার্থ নিঃসরণ করে। এই পাথরের বিভিন্ন বিশেষত্ব দেখে একে জীব হিসেবে ভাবতে বাধ্য হতে হয়। প্রবল বৃষ্টি হলেই এই পাথর থেকে সিমেন্ট জাতীয় পদার্থ বের হতে থাকে। এই খনিজ পাথরে কিছু রাসায়নিক পদার্থ রয়েছে, যার প্রতিক্রিয়ার কারণে শিলা বৃদ্ধি পায়।
এক গবেষক ২ সপ্তাহ ধরে ট্রভেন্টসের উপরে নজর রেখে জানিয়েছেন যে এটি ২.৫ মিলিমিটার সরে গিয়েছে। মাটির তাপমাত্রা বাড়া বা কমার কারণে শিলার স্থান পরিবর্তন হয়েছে বলে ধারণা বিজ্ঞানিদের। ট্রোভান্টস রোমানিয়ার ভ্যালসি কাউন্টির কোস্টেস্টি গ্রামের কাছে একটি বালি খনির মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায়। বর্তমানে এই পাথরের এলাকাগুলোকে রক্ষা করছে ইউনেস্কো।