Jhol Momos: এলাহী ভোজে খেয়েছেন পুতিন...এই ‘ঝোল মোমো’ মাতিয়ে দেয় শীতের সন্ধে! সব ইন্দ্রিয় একসাথে বলে ওঠে, আহ...ঝোলে কী থাকে জানেন?
- Published by:Satabdi Adhikary
Last Updated:
Jhol Momo Recipe: সম্প্রতি ২ দিনের সফরে ভারতে এসেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ গত শুক্রবার পুতিনের সম্মানে ভারতের রাষ্ট্রপতি ভবনে আয়োজিত হয়েছিল এলাহী নৈশভোজ৷ সেই ভোজের মেন্যুতে প্রায় সকলেরই নজর কেড়েছে এই ‘ঝোল মোমো’৷ নাম এরকম হলেও, এই মোমো কিন্তু, শীতের সন্ধ্যার দুর্দান্ত আরামদায়ক খাবার হয়ে উঠতে পারে৷ আর তা বাড়িতে বানানোও দারুণ সোজা৷
advertisement
সম্প্রতি ২ দিনের সফরে ভারতে এসেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ গত শুক্রবার পুতিনের সম্মানে ভারতের রাষ্ট্রপতি ভবনে আয়োজিত হয়েছিল এলাহী নৈশভোজ৷ সেই ভোজের মেন্যুতে প্রায় সকলেরই নজর কেড়েছে এই ‘ঝোল মোমো’৷ নাম এরকম হলেও, এই মোমো কিন্তু, শীতের সন্ধ্যার দুর্দান্ত আরামদায়ক খাবার হয়ে উঠতে পারে৷ আর তা বাড়িতে বানানোও দারুণ সোজা৷
advertisement
নেপাল থেকে উৎপত্তি৷ ঝোল মোমো হল একটা জনপ্রিয় স্ট্রিট ফুড৷ যেখানে ভাপে ভাপে তৈরি ডাম্পলিং ঝোলের মতো ঝালঝাল সুস্বাদু পাতলা, স্যুপে পরিবেশন করা হয়। সাধারণ মোমোর বদলে ঝোল মোমো টমেটো, তিল, চিনাবাদাম, রসুন এবং মরিচ দিয়ে তৈরি একটা বিশেষ মশলাদার, টক ঝোলের মধ্যে ডুবিয়ে রাখা হয়। যা দুর্দান্ত অ্যারোম্যটিক এবং স্বাদের সংক্রান্ত সমস্ত ইন্দ্রিয়কে মুহূর্তে চাঙ্গা করে দেয়।
advertisement
advertisement
আসুন জেনে নিই কীভাবে বাড়িতে অতি সহজেই ঝোল মোমো তৈরি করবেন৷ মোমোর (ডাম্পলিং) উপকরণ: ২ কাপ মিহি ময়দা (ময়দা) (হোল হুইট, অর্থাৎ গমও ব্যবহার করতে পারেন, যদি ময়দা খেতে না চান) | ২৫০ গ্রাম কিমা করা মুরগি | ১টি পেঁয়াজ, মিহি করে কাটা | ১ টেবিল চামচ আদা-রসুন বাটা | ১টি কাঁচা মরিচ, মিহি করে বাটা | ১ টেবিল চামচ সয়া সস | স্বাদমতো লবণ এবং গোলমরিচ | ১ টেবিল চামচ তেল (ছবি: এআই-জেনারেটেড)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
