Poila Baisakh 2022: বৈশাখ থেকে চৈত্র ! এই বাংলা ১২ মাসের নাম কোথা থেকে এসেছে? জেনে নিন

Last Updated:
Poila Baisakh 2022: বাংলা মাসের নামের উৎপত্তি কোথা থেকে? জেনে নিন
1/13
আর দুদিন পরেই বাংলা নববর্ষ৷ ১৪২৬৷ পয়লা বৈশাখের দিন আমরা সকলেই উদযাপন করলেও বাংলা ক্যালেন্ডারের হিসেব অনেকেই রাখি না৷ কোন মাসের নাম কীভাবে এসেছে অনেকেই জানি না৷ জেনে নিন বাংলা মাসের নামের উৎপত্তি৷
আর দুদিন পরেই বাংলা নববর্ষ৷ ১৪২৬৷ পয়লা বৈশাখের দিন আমরা সকলেই উদযাপন করলেও বাংলা ক্যালেন্ডারের হিসেব অনেকেই রাখি না৷ কোন মাসের নাম কীভাবে এসেছে অনেকেই জানি না৷ জেনে নিন বাংলা মাসের নামের উৎপত্তি৷
advertisement
2/13
মূলত প্রতিটা মাসের নামকরণই হয়েছে কোনও না কোনও নক্ষত্র থেকে৷ বিশাখা নক্ষত্রের নামানুসারে প্রথম মাসের নাম হয়েছে বৈশাখ৷
মূলত প্রতিটা মাসের নামকরণই হয়েছে কোনও না কোনও নক্ষত্র থেকে৷ বিশাখা নক্ষত্রের নামানুসারে প্রথম মাসের নাম হয়েছে বৈশাখ৷
advertisement
3/13
চাঁদের ২৭টি নক্ষত্র৷ সেই একেকটি নক্ষত্রের নাম অনুযায়ী নামকরণ করা হয়েছে বাংলা মাসের৷ জেষ্ঠা নক্ষত্রের নাম থেকে দ্বিতীয় মাসের নাম হয়েছে জৈষ্ঠ্য৷
চাঁদের ২৭টি নক্ষত্র৷ সেই একেকটি নক্ষত্রের নাম অনুযায়ী নামকরণ করা হয়েছে বাংলা মাসের৷ জেষ্ঠা নক্ষত্রের নাম থেকে দ্বিতীয় মাসের নাম হয়েছে জৈষ্ঠ্য৷
advertisement
4/13
তৃতীয় মাসে চলে অষধা নক্ষত্রের সময়কাল৷ তাই এই মাসের নাম আষাঢ়৷
তৃতীয় মাসে চলে অষধা নক্ষত্রের সময়কাল৷ তাই এই মাসের নাম আষাঢ়৷
advertisement
5/13
চাঁদের একবার পৃথিবীকে প্রদক্ষিণ করতে ২৮ দিন সময় লাগে৷ এই সময়কালে চাঁদ বিভিন্ন নক্ষত্রের কক্ষপথে অবস্থান করে৷ শ্রাবণ মাসের নাম হয়েছে শ্রবণা নক্ষত্রের নাম থেকে৷
চাঁদের একবার পৃথিবীকে প্রদক্ষিণ করতে ২৮ দিন সময় লাগে৷ এই সময়কালে চাঁদ বিভিন্ন নক্ষত্রের কক্ষপথে অবস্থান করে৷ শ্রাবণ মাসের নাম হয়েছে শ্রবণা নক্ষত্রের নাম থেকে৷
advertisement
6/13
শ্রাবণ মাসের পর চাঁদ ভদ্রা নক্ষত্রে অবস্থান করে৷ তাই পঞ্চম মাসের নাম হয়েছে ভদ্রা৷
শ্রাবণ মাসের পর চাঁদ ভদ্রা নক্ষত্রে অবস্থান করে৷ তাই পঞ্চম মাসের নাম হয়েছে ভদ্রা৷
advertisement
7/13
শরৎকালে চাঁদ অশ্বিনী নক্ষত্রের কক্ষপথে অবস্থান করায় এই মাসের নাম হয়েছে আশ্বিন৷
শরৎকালে চাঁদ অশ্বিনী নক্ষত্রের কক্ষপথে অবস্থান করায় এই মাসের নাম হয়েছে আশ্বিন৷
advertisement
8/13
হেমন্তকালে হিমেন পরশ গায়ে মেখে যখন দীপাবলির আলোয় সেজে ওঠে পৃথিবী তখন চাঁদ কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করে৷ তাই এই মাসের নাম কার্তিক৷
হেমন্তকালে হিমেন পরশ গায়ে মেখে যখন দীপাবলির আলোয় সেজে ওঠে পৃথিবী তখন চাঁদ কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করে৷ তাই এই মাসের নাম কার্তিক৷
advertisement
9/13
মৃগশিরা নক্ষত্রের অপর নাম অগ্রহায়ণী৷ একদিকে চাঁদ এই সময় মৃগশিরায় অবস্থান করে বলে এই মাসের নাম অগ্রহায়ণ৷ অন্যদিকে এই সময় ধান পাকার সুবাস বা আঘ্রাণে আকাশ বাতাস ম ম করে বলেও এই মাসকে আদর করে অঘ্রাণ বলে ডাকা হয়৷
মৃগশিরা নক্ষত্রের অপর নাম অগ্রহায়ণী৷ একদিকে চাঁদ এই সময় মৃগশিরায় অবস্থান করে বলে এই মাসের নাম অগ্রহায়ণ৷ অন্যদিকে এই সময় ধান পাকার সুবাস বা আঘ্রাণে আকাশ বাতাস ম ম করে বলেও এই মাসকে আদর করে অঘ্রাণ বলে ডাকা হয়৷
advertisement
10/13
পৌষ মাস মানেই পৌষ পার্বণের সময়৷ এই সময় চাঁদ পুষ্যা নক্ষত্রে অবস্থান করায় এই মাসের নাম হয়েছে পৌষ৷
পৌষ মাস মানেই পৌষ পার্বণের সময়৷ এই সময় চাঁদ পুষ্যা নক্ষত্রে অবস্থান করায় এই মাসের নাম হয়েছে পৌষ৷
advertisement
11/13
দশম মাসে চাঁদ অবস্থান করে মঘা নক্ষত্রে৷ কনকনে শীতে কুম্ভের পুন্যস্নানে উদযাপিত হয় মাঘ মাস৷
দশম মাসে চাঁদ অবস্থান করে মঘা নক্ষত্রে৷ কনকনে শীতে কুম্ভের পুন্যস্নানে উদযাপিত হয় মাঘ মাস৷
advertisement
12/13
ফাল্গুন মানেই পলাশের রঙে, বসন্তের হাওয়ায় মন ভাল করা এক সময়৷ চাঁদ এই সময় ফাল্গুনি নক্ষত্রে অবস্থান করায় এই মাসের নাম হয়েছে ফাল্গুন৷
ফাল্গুন মানেই পলাশের রঙে, বসন্তের হাওয়ায় মন ভাল করা এক সময়৷ চাঁদ এই সময় ফাল্গুনি নক্ষত্রে অবস্থান করায় এই মাসের নাম হয়েছে ফাল্গুন৷
advertisement
13/13
সবশেষে চাঁদ অবস্থান করে চিত্রা নক্ষত্রে৷ তাই এই মাসের নাম চিত্রা৷ বাংলা এই সময় মেতে ওঠে গাজনে৷
সবশেষে চাঁদ অবস্থান করে চিত্রা নক্ষত্রে৷ তাই এই মাসের নাম চিত্রা৷ বাংলা এই সময় মেতে ওঠে গাজনে৷
advertisement
advertisement
advertisement