Astronomy News: মহাকাশ থেকে ভারতকে কী অপূর্বই না লাগে! কোন শহরই বা সবথেকে ঝলমলে, দেখে নিন ছবি
- Published by:Sanchari Kar
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Astronomy News: যখনই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন কোনও শহরের উপর দিয়ে বিচরণ করে তখন মহাকাশযানে থাকা মহাকাশচারীরা এই সমস্ত শহরের ছবি তোলেন এবং পরে তা মূল স্টেশনে পাঠান, এই ছবিগুলোও তারই একটি অংশ।
বিজ্ঞান এবং বৈজ্ঞানিক আবিষ্কারের সঙ্গে সঙ্গে বিভিন্ন নগর এবং বড় বড় শহরের পত্তন হয়েছে। এই সব শহরের গঠন, রাস্তায় রাস্তায় আলোর রোশনাই যে কোনও মানুষের চোখঁ ধাধিয়ে দেবে। অনেকেই হয়ত ভেবে দেখেছেন কাছ থেকে যে সব শহরের আলোর রোশনাই দেখে চোখ ঝলসে যায়, অনেক দূরের মহাকাশ থেকে সেই সব শহরের দৃশ্য না জানি কত ভাল হবে। অপেশাদার ফটোগ্রাফার থেকে শুরু করে পেশাদার জ্যোতির্বিজ্ঞানী পর্যন্ত, প্রায় প্রত্যেকেই এমনটাই অনুভব করেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়াউত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার শহর ওয়াশিংটন ডিসির চেয়েও বেশি জ্বলজ্বল করে উঠেছে। এখানে উজ্জ্বলতা এত বেশি ছিল যে দু'টি দেশের মধ্যে স্পষ্ট ভাবে পার্থক্য অনুভব করা যাবে। ছবির নিচের ডানদিকে দক্ষিণ কোরিয়ার ছবি রয়েছে। যে জায়গাটি সবচেয়ে বেশি আলোকিত দেখাচ্ছে সেটি হল রাজধানী সিওল। যেখানে কম আলো দেখা যাচ্ছে সেই এলাকাটি উত্তর কোরিয়ায় অবস্থিত।
advertisement
advertisement