Astronomy News: মহাকাশ থেকে ভারতকে কী অপূর্বই না লাগে! কোন শহরই বা সবথেকে ঝলমলে, দেখে নিন ছবি

Last Updated:
Astronomy News: যখনই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন কোনও শহরের উপর দিয়ে বিচরণ করে তখন মহাকাশযানে থাকা মহাকাশচারীরা এই সমস্ত শহরের ছবি তোলেন এবং পরে তা মূল স্টেশনে পাঠান, এই ছবিগুলোও তারই একটি অংশ।
1/8
বিজ্ঞান এবং বৈজ্ঞানিক আবিষ্কারের সঙ্গে সঙ্গে বিভিন্ন নগর এবং বড় বড় শহরের পত্তন হয়েছে। এই সব শহরের গঠন, রাস্তায় রাস্তায় আলোর রোশনাই যে কোনও মানুষের চোখঁ ধাধিয়ে দেবে। অনেকেই হয়ত ভেবে দেখেছেন কাছ থেকে যে সব শহরের আলোর রোশনাই দেখে চোখ ঝলসে যায়, অনেক দূরের মহাকাশ থেকে সেই সব শহরের দৃশ্য না জানি কত ভাল হবে। অপেশাদার ফটোগ্রাফার থেকে শুরু করে পেশাদার জ্যোতির্বিজ্ঞানী পর্যন্ত, প্রায় প্রত্যেকেই এমনটাই অনুভব করেন।
বিজ্ঞান এবং বৈজ্ঞানিক আবিষ্কারের সঙ্গে সঙ্গে বিভিন্ন নগর এবং বড় বড় শহরের পত্তন হয়েছে। এই সব শহরের গঠন, রাস্তায় রাস্তায় আলোর রোশনাই যে কোনও মানুষের চোখঁ ধাধিয়ে দেবে। অনেকেই হয়ত ভেবে দেখেছেন কাছ থেকে যে সব শহরের আলোর রোশনাই দেখে চোখ ঝলসে যায়, অনেক দূরের মহাকাশ থেকে সেই সব শহরের দৃশ্য না জানি কত ভাল হবে। অপেশাদার ফটোগ্রাফার থেকে শুরু করে পেশাদার জ্যোতির্বিজ্ঞানী পর্যন্ত, প্রায় প্রত্যেকেই এমনটাই অনুভব করেন।
advertisement
2/8
এ বার বিজ্ঞানীদের ছবিতে সেই সত্যিই প্রমাণিত হল। দেখা গিয়েছে যে, মহাকাশ থেকে দেখা গেলেও শহরের আলো তারার চেয়েও উজ্জ্বল। আমেরিকান স্পেস এজেন্সি নাসার মহাকাশচারীরা এই ছবি পাঠিয়েছেন। গর্বের বিষয় হল এই ছবিতে ভারতও রয়েছে।
এ বার বিজ্ঞানীদের ছবিতে সেই সত্যিই প্রমাণিত হল। দেখা গিয়েছে যে, মহাকাশ থেকে দেখা গেলেও শহরের আলো তারার চেয়েও উজ্জ্বল। আমেরিকান স্পেস এজেন্সি নাসার মহাকাশচারীরা এই ছবি পাঠিয়েছেন। গর্বের বিষয় হল এই ছবিতে ভারতও রয়েছে।
advertisement
3/8
মার্কিন মহাকাশ সংস্থা প্রায়ই বিশ্বের বড় বড় শহরের ছবি প্রকাশ করে। যখনই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন কোনও শহরের উপর দিয়ে বিচরণ করে তখন মহাকাশযানে থাকা মহাকাশচারীরা এই সমস্ত শহরের ছবি তোলেন এবং পরে তা মূল স্টেশনে পাঠান, এই ছবিগুলোও তারই একটি অংশ।
মার্কিন মহাকাশ সংস্থা প্রায়ই বিশ্বের বড় বড় শহরের ছবি প্রকাশ করে। যখনই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন কোনও শহরের উপর দিয়ে বিচরণ করে তখন মহাকাশযানে থাকা মহাকাশচারীরা এই সমস্ত শহরের ছবি তোলেন এবং পরে তা মূল স্টেশনে পাঠান, এই ছবিগুলোও তারই একটি অংশ।
advertisement
4/8
স্পেনআন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা মহাকাশচারীরা স্পেনের উপর দিয়ে যাওয়ার সময় স্পেনের এই ছবিটি তুলেছিলেন। আলো থেকে কয়েকশ মাইল দূরে থাকা সত্ত্বেও স্পেনের বিভিন্ন শহরের উজ্জ্বলতা তারার থেকেও বেশি মনে হচ্ছিল।
স্পেনআন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা মহাকাশচারীরা স্পেনের উপর দিয়ে যাওয়ার সময় স্পেনের এই ছবিটি তুলেছিলেন। আলো থেকে কয়েকশ মাইল দূরে থাকা সত্ত্বেও স্পেনের বিভিন্ন শহরের উজ্জ্বলতা তারার থেকেও বেশি মনে হচ্ছিল।
advertisement
5/8
ছবিটি আমেরিকার ওয়াশিংটন ডিসিতে তোলা। অন্যান্য শহরের তুলনায় এখানে আলো অনেক কম। মহাকাশচারীর মতে, এই শহরের আলো তারার মতো মিটমিট করছিল। এই শহরে এত কম আলো ছিল যে মহাকাশ থেকে ওয়াশিংটন ডিসির আসল ছবিটিই দেখা যাচ্ছিল।
ছবিটি আমেরিকার ওয়াশিংটন ডিসিতে তোলা। অন্যান্য শহরের তুলনায় এখানে আলো অনেক কম। মহাকাশচারীর মতে, এই শহরের আলো তারার মতো মিটমিট করছিল। এই শহরে এত কম আলো ছিল যে মহাকাশ থেকে ওয়াশিংটন ডিসির আসল ছবিটিই দেখা যাচ্ছিল।
advertisement
6/8
উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়াউত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার শহর ওয়াশিংটন ডিসির চেয়েও বেশি জ্বলজ্বল করে উঠেছে। এখানে উজ্জ্বলতা এত বেশি ছিল যে দু'টি দেশের মধ্যে স্পষ্ট ভাবে পার্থক্য অনুভব করা যাবে। ছবির নিচের ডানদিকে দক্ষিণ কোরিয়ার ছবি রয়েছে। যে জায়গাটি সবচেয়ে বেশি আলোকিত দেখাচ্ছে সেটি হল রাজধানী সিওল। যেখানে কম আলো দেখা যাচ্ছে সেই এলাকাটি উত্তর কোরিয়ায় অবস্থিত।
উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়াউত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার শহর ওয়াশিংটন ডিসির চেয়েও বেশি জ্বলজ্বল করে উঠেছে। এখানে উজ্জ্বলতা এত বেশি ছিল যে দু'টি দেশের মধ্যে স্পষ্ট ভাবে পার্থক্য অনুভব করা যাবে। ছবির নিচের ডানদিকে দক্ষিণ কোরিয়ার ছবি রয়েছে। যে জায়গাটি সবচেয়ে বেশি আলোকিত দেখাচ্ছে সেটি হল রাজধানী সিওল। যেখানে কম আলো দেখা যাচ্ছে সেই এলাকাটি উত্তর কোরিয়ায় অবস্থিত।
advertisement
7/8
জার্মানিজার্মানির বার্লিন শহর মহাকাশ থেকে একেবারে ঝকঝকে আলোয় দেখা যায়। এই ছবিটি ২০১২ সালে মহাকাশচারী ক্রিস হ্যাডফিল্ড ক্যাপচার করেছিলেন। যেখানে কম আলো দেখা যাচ্ছে সেখানে গ্যাসের বাতি ছিল এবং যেখানে বেশি আলো দেখা যাচ্ছে সেখানে সোডিয়াম লাইট ছিল।
জার্মানিজার্মানির বার্লিন শহর মহাকাশ থেকে একেবারে ঝকঝকে আলোয় দেখা যায়। এই ছবিটি ২০১২ সালে মহাকাশচারী ক্রিস হ্যাডফিল্ড ক্যাপচার করেছিলেন। যেখানে কম আলো দেখা যাচ্ছে সেখানে গ্যাসের বাতি ছিল এবং যেখানে বেশি আলো দেখা যাচ্ছে সেখানে সোডিয়াম লাইট ছিল।
advertisement
8/8
ভারতএই তালিকায় আমাদের  কম যায় না। নাসা ২০১৭ সালে যে বিশ্ব মানচিত্র প্রকাশ করেছিল তাতে ভারতের এই ছবি দেখা গিয়েছে। মহাকাশ থেকে আমাদের দেশ কী অপূর্বই না লাগছে! চারিদিকে যেন সোনালি আলোতে ভিজে যাচ্ছে। এই ছবিগুলোকে বলা হয়েছে নাইট লাইট।
ভারতএই তালিকায় আমাদের  কম যায় না। নাসা ২০১৭ সালে যে বিশ্ব মানচিত্র প্রকাশ করেছিল তাতে ভারতের এই ছবি দেখা গিয়েছে। মহাকাশ থেকে আমাদের দেশ কী অপূর্বই না লাগছে! চারিদিকে যেন সোনালি আলোতে ভিজে যাচ্ছে। এই ছবিগুলোকে বলা হয়েছে নাইট লাইট।
advertisement
advertisement
advertisement