ভারতীয় পাসপোর্ট আছে? বিদেশ ঘোরার শখ? ‘১০ বছরের মার্কিন ভিসা নিয়ে রাখুন’! পরামর্শ ট্রাভেল ভ্লগারের
- Published by:Tias Banerjee
- trending desk
Last Updated:
US Visa: অমির দাবি, ১০ বছরের মার্কিন ভিসা থাকলে সংযুক্ত আরব আমিরশাহি, তুরস্কের মতো দেশে ব্যাপক ছাড় পাওয়া যায়।
advertisement
advertisement
১০ বছরের মার্কিন ভিসা থাকলে তুরস্কের ই-ভিসায় ছাড় পাওয়া যায়। দাম দাঁড়ায় মাত্র ৬০ ডলার। ভারতীয় মুদ্রায় ৫ হাজার টাকা। অমির কথায়, “বেড়ানোর খরচের তুলনায় কিছুই নয়।” তিনি বলেন, “ যখন সংযুক্ত আরব আমিরশাহি বেড়াতে যাই, ভিসা মূল্যের মাত্র অর্ধেক দিতে হয়েছিল। তাও অন অ্যারাইভাল ভিসা পেয়েছিলাম, কোনও ঝামেলা ছাড়াই।”
advertisement
advertisement
অনেক ভ্রমণপ্রেমীই বিস্মিত। এমনও হয় না কি! এই খবর জানানোর জন্য মুম্বইয়ের এক ট্রাভেল ভ্লগার অমিকে ধন্যবাদ দিয়েছেন। অনেকে আবার জানতে চেয়েছেন, “এত দীর্ঘমেয়াদি ভিসা পাওয়ার জন্য কী করতে হবে?” এর উত্তরে এক ইউজার লিখেছেন, “মার্কিন মুলুকে ট্যুরিস্ট বা বিজনেস ভিসা ১০ বছরের জন্যই দেওয়া হয়। একাধিকবার যাওয়া যায়। শুধু স্টুডেন্ট ভিসা ৫ বছরের হয়।”
advertisement
এক ইউজার লিখেছেন, “এটা তো দারুণ ব্যাপার। কম খরচে অনেক দেশ ঘোরা যাবে। কোনও ঝামেলাও পোহাতে হবে না।” কয়েকজন ইউজার আবার নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়ে লিখেছেন, “আমি তাইওয়ান আর ম্যাসিডোনিয়ায় ভিসা ছাড়াই গিয়েছিলাম। এয়ারপোর্টে কর্মকর্তারা মার্কিন ভিসা দেখে আর কোনও প্রশ্ন করেনি। সিওল আর হেলসিঙ্কিতেও একই ঘটনা ঘটেছিল। মার্কিন ভিসা থাকলে দুর্বল পাসপোর্টেরও মর্যাদা বেড়ে যায়।”
advertisement