Alka Yagnik-Laden: বলিউডের বিখ্যাত গায়িকার অন্ধ ভক্ত ছিলেন ওসামা বিন লাদেন! বাড়িতে মিলেছিল গায়িকার ছবি-ক্যাসেট! কোন গায়িকা জানেন? নাম শুনেই চমকে উঠবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Alka Yagnik-Laden: ওসামা বিন লাদেনের কম্পিউটারে এদেশের জনপ্রিয় গায়ক-গায়িকাদের গান ছিল।
ওসামা বিন লাদেন, যার দাপটে গোটা বিশ্ব কাঁপত একসময়। যাকে নাগালে পেতে আমেরিকার মতো দেশকেও বেগ পেতে হয়েছে বছরের পর বছর। সেই তিনিই নাকি বলিউডের জনপ্রিয় গায়িকার ডাইহার্ট ফ্যান ছিলেন! হ্যাঁ, এটাই সত্য। লাদেনের অ্যাবোটাবাদের বাড়ি থেকে গায়িকার একাধিক গানের রেকর্ড ও প্লে-লিস্ট সামনে আসতেই চমকে গিয়েছিলেন গায়িকা নিজেই!
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন ১৪ বছর আগে পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরে মার্কিন বাহিনীর হাতে প্রাণ হারান। তিনি যে সংগঠনটি প্রতিষ্ঠা করেন, তাকে সবচেয়ে ভয়ংকর জঙ্গিগোষ্ঠী বলে বিবেচনা করা হত। ২০১১ সালের ১ মে এক রুদ্ধশ্বাস অভিযানে মার্কিন নেভির একদল সেনার গুলিতে প্রাণ হারিয়েছিলেন আল-কায়েদা প্রধান তথা মার্কিন যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার মূল হোতা লাদেন।