Oldest Color in The World: সাদাও নয়, কালোও নয়, পৃথিবীর প্রাচীনতম রঙ শুনলে চমকে যাবেন, জানাচ্ছে গবেষণা

Last Updated:
Oldest Color is 1.1 billion years old: সাম্প্রতিক এক গবেষণা বলছে, সাদাও নয়, কালোও নয়, পৃথিবীর প্রাচীনতম রঙ হল গোলাপি।
1/6
অনেকেই বলেন পৃথিবীটা আসলে রঙিন। অনেকে আবার বলেন সবটাই সাদাকালো। কেউ কেউ আবার সাদা আর কালোর মাঝের যে ধূসর, তা দিয়েই দেখতে চান পৃথিবীকে। রঙ আছে বলেই মানুষের এত বৈচিত্র্য। রঙ আছে বলেই রুচি এত ভিন্ন ভিন্ন। কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন পৃথিবীর প্রাচীনতম রঙ কোনটি?
অনেকেই বলেন পৃথিবীটা আসলে রঙিন। অনেকে আবার বলেন সবটাই সাদাকালো। কেউ কেউ আবার সাদা আর কালোর মাঝের যে ধূসর, তা দিয়েই দেখতে চান পৃথিবীকে। রঙ আছে বলেই মানুষের এত বৈচিত্র্য। রঙ আছে বলেই রুচি এত ভিন্ন ভিন্ন। কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন পৃথিবীর প্রাচীনতম রঙ কোনটি?
advertisement
2/6
অনেকেই মনে করেন কালো এবং সাদাই বিশ্বের প্রাচীনতম রঙ। সত্যটা আসলে মোটেই তেমন নয়। কালো এবং সাদা দিয়ে মানুষকে অনেকে বিচার করেন ঠিকই তবে তা পৃথিবীর প্রাচীনতম রঙ নয়।
অনেকেই মনে করেন কালো এবং সাদাই বিশ্বের প্রাচীনতম রঙ। সত্যটা আসলে মোটেই তেমন নয়। কালো এবং সাদা দিয়ে মানুষকে অনেকে বিচার করেন ঠিকই তবে তা পৃথিবীর প্রাচীনতম রঙ নয়।
advertisement
3/6
অনেকের বিশ্বাস, কালো এবং সাদা রঙই প্রথম সৃষ্টি হয়। বাকি সমস্ত রঙ যা যা আমরা দেখি তা এই দু’টি রঙের পরে তৈরি হয়েছে। সাম্প্রতিক এক গবেষণা বলছে, সাদাও নয়, কালোও নয়, পৃথিবীর প্রাচীনতম রঙ হল গোলাপি।
অনেকের বিশ্বাস, কালো এবং সাদা রঙই প্রথম সৃষ্টি হয়। বাকি সমস্ত রঙ যা যা আমরা দেখি তা এই দু’টি রঙের পরে তৈরি হয়েছে। সাম্প্রতিক এক গবেষণা বলছে, সাদাও নয়, কালোও নয়, পৃথিবীর প্রাচীনতম রঙ হল গোলাপি।
advertisement
4/6
গোলাপি পৃথিবীর সবচেয়ে প্রাচীন রঙ এমনটা মানতে একটু অসুবিধা হতে পারে বৈকি। গবেষণায় দেখা গিয়েছে, পৃথিবীতে প্রথম যে রঙটি এসেছিল তা হল গোলাপি। গবেষকরা জানিয়েছেন, গোলাপি রঙটি প্রায় ১.১ বিলিয়ন বছরের পুরনো।
গোলাপি পৃথিবীর সবচেয়ে প্রাচীন রঙ এমনটা মানতে একটু অসুবিধা হতে পারে বৈকি। গবেষণায় দেখা গিয়েছে, পৃথিবীতে প্রথম যে রঙটি এসেছিল তা হল গোলাপি। গবেষকরা জানিয়েছেন, গোলাপি রঙটি প্রায় ১.১ বিলিয়ন বছরের পুরনো।
advertisement
5/6
গবেষকরা মাটি থেকে কয়েক মিলিয়ন বছরের পুরনো পাথর খনন করে তার ভিতরে গোলাপি রঙের সন্ধান পেয়েছেন। এই রঙটি খানিক বাবল গামের মতো। অস্ট্রেলিয়ান গবেষকরা জানিয়েছেন, এই আবিষ্কারটিই প্রমাণ করে যে পৃথিবীর অস্তিত্বের পর থেকে গোলাপি রঙের অস্তিত্ব রয়েছে।
গবেষকরা মাটি থেকে কয়েক মিলিয়ন বছরের পুরনো পাথর খনন করে তার ভিতরে গোলাপি রঙের সন্ধান পেয়েছেন। এই রঙটি খানিক বাবল গামের মতো। অস্ট্রেলিয়ান গবেষকরা জানিয়েছেন, এই আবিষ্কারটিই প্রমাণ করে যে পৃথিবীর অস্তিত্বের পর থেকে গোলাপি রঙের অস্তিত্ব রয়েছে।
advertisement
6/6
আগে গোলাপি রঞ্জক ছিল যা মাইক্রোস্কোপিক প্রাণীরা তৈরি করেছিল। এই সমস্ত অনুসন্ধানের কারণেই এটি প্রমাণিত যে কালো বা সাদা নয়, গোলাপিই পৃথিবীর প্রাচীনতম রঙ।
আগে গোলাপি রঞ্জক ছিল যা মাইক্রোস্কোপিক প্রাণীরা তৈরি করেছিল। এই সমস্ত অনুসন্ধানের কারণেই এটি প্রমাণিত যে কালো বা সাদা নয়, গোলাপিই পৃথিবীর প্রাচীনতম রঙ।
advertisement
advertisement
advertisement