Offbeat Fact Check: প্রথম স্ত্রীর ৬৯ জন সন্তান! দ্বিতীয় স্ত্রীর ১৮ জন! দু’ পক্ষ মিলিয়ে মোট ৮৭ সন্তানের বাবা হন এই কৃষক!

Last Updated:
Offbeat Fact Check:সব মিলিয়ে মোট ৬৯ জন সন্তান প্রসব করেন মিসেস ভ্যালেন্তিনা ভ্যাসিলেইভ। এক মানবীর সন্তানের জন্ম দেওয়ার ক্ষেত্রে এখনও পর্যন্ত এটাই বিশ্বরেকর্ড। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-ও এই স্বীকৃতি তাঁকে দিয়েছে।
1/8
১৮ শতকে রাশিয়ার এক কৃষক ছিলেন ফিওডোর ভ্যাসিলেইভ। তাঁর প্রথম পক্ষের স্ত্রী ভ্যালেন্তিনা ইতিহাসে এক নজিরবিহীন বিশ্বরেকর্ডের অধিকারিণী। ইতিহাসে সর্বোচ্চ সন্তানের মা হয়েছেন তিনি।
১৮ শতকে রাশিয়ার এক কৃষক ছিলেন ফিওডোর ভ্যাসিলেইভ। তাঁর প্রথম পক্ষের স্ত্রী ভ্যালেন্তিনা ইতিহাসে এক নজিরবিহীন বিশ্বরেকর্ডের অধিকারিণী। ইতিহাসে সর্বোচ্চ সন্তানের মা হয়েছেন তিনি।
advertisement
2/8
সাবেক সোভিয়েত রাশিয়ার শুয়্যা শহরে ১৭২৫ থেকে ১৭৬৫ খ্রিস্টাব্দের মধ্যে এই কৃষকবধূ মোট ৬৯ সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। নবজাতকদের মধ্যে ১৬ বার যমজ বা টুইনস, ৭ বার ট্রিপলেট এবং ৪ বার কোয়াড্রুপুলেটস প্রসব করেন তিনি।
সাবেক সোভিয়েত রাশিয়ার শুয়্যা শহরে ১৭২৫ থেকে ১৭৬৫ খ্রিস্টাব্দের মধ্যে এই কৃষকবধূ মোট ৬৯ সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। নবজাতকদের মধ্যে ১৬ বার যমজ বা টুইনস, ৭ বার ট্রিপলেট এবং ৪ বার কোয়াড্রুপুলেটস প্রসব করেন তিনি।
advertisement
3/8
সব মিলিয়ে মোট ৬৯ জন সন্তান প্রসব করেন মিসেস ভ্যালেন্তিনা ভ্যাসিলেইভ। এক মানবীর সন্তানের জন্ম দেওয়ার ক্ষেত্রে এখনও পর্যন্ত এটাই বিশ্বরেকর্ড। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-ও এই স্বীকৃতি তাঁকে দিয়েছেন।
সব মিলিয়ে মোট ৬৯ জন সন্তান প্রসব করেন মিসেস ভ্যালেন্তিনা ভ্যাসিলেইভ। এক মানবীর সন্তানের জন্ম দেওয়ার ক্ষেত্রে এখনও পর্যন্ত এটাই বিশ্বরেকর্ড। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-ও এই স্বীকৃতি তাঁকে দিয়েছেন।
advertisement
4/8
কিন্তু একজন মহিলার পক্ষে ৬৯ জন সন্তান ভূমিষ্ঠ করা সম্ভব? আপাত দৃষ্টিতে অসম্ভব মনে হলেও বিশেষজ্ঞরা জানাচ্ছেন বিরল এই ঘটনা সম্ভব। কার্যত জীবনের বড় অংশই তিনি সন্তানসম্ভবা ছিলেন। (প্রতীকী ছবি)
কিন্তু একজন মহিলার পক্ষে ৬৯ জন সন্তান ভূমিষ্ঠ করা সম্ভব? আপাত দৃষ্টিতে অসম্ভব মনে হলেও বিশেষজ্ঞরা জানাচ্ছেন বিরল এই ঘটনা সম্ভব। কার্যত জীবনের বড় অংশই তিনি সন্তানসম্ভবা ছিলেন। (প্রতীকী ছবি)
advertisement
5/8
দেখা যাচ্ছে কোনও বারই একটি সন্তানের জন্ম দেননি মিসেস ভ্যাসিলেইভ। প্রতিবারই একাধিক সন্তান প্রসব করেছেন। সেদিক দিয়ে মিল আছে তাঁর সঙ্গে মিল আছে থিওডোরের দ্বিতীয় পক্ষের স্ত্রীরও।
দেখা যাচ্ছে কোনও বারই একটি সন্তানের জন্ম দেননি মিসেস ভ্যাসিলেইভ। প্রতিবারই একাধিক সন্তান প্রসব করেছেন। সেদিক দিয়ে মিল আছে তাঁর সঙ্গে মিল আছে থিওডোরের দ্বিতীয় পক্ষের স্ত্রীরও।
advertisement
6/8
থিওডোর ভ্যাসিলেইভের দ্বিতীয় পক্ষের স্ত্রী ৬ বার যমজ এবং ২ বার ট্রিপলেটের জন্ম দেন। তিনি প্রসব করেছিলেন মোট ১৮ জন সন্তান।
থিওডোর ভ্যাসিলেইভের দ্বিতীয় পক্ষের স্ত্রী ৬ বার যমজ এবং ২ বার ট্রিপলেটের জন্ম দেন। তিনি প্রসব করেছিলেন মোট ১৮ জন সন্তান।
advertisement
7/8
দু’ পক্ষ মিলিয়ে মোট ৮৭ জন সন্তানের বাবা হয়েছিলেন রুশ কৃষক থিওডোর ভ্যাসিলেইভ। সেই সময়কার স্থানীয় এক মঠে এই তথ্যে শিলমোহর দেওয়া হয়েছিল। সেই তথ্য অনুযায়ী ৮৭ জন সন্তানের মধ্যে ৮৪ জনই দীর্ঘায়ু হয়েছিলেন।
দু’ পক্ষ মিলিয়ে মোট ৮৭ জন সন্তানের বাবা হয়েছিলেন রুশ কৃষক থিওডোর ভ্যাসিলেইভ। সেই সময়কার স্থানীয় এক মঠে এই তথ্যে শিলমোহর দেওয়া হয়েছিল। সেই তথ্য অনুযায়ী ৮৭ জন সন্তানের মধ্যে ৮৪ জনই দীর্ঘায়ু হয়েছিলেন।
advertisement
8/8
আধুনিক গবেষকরা মনে করেন সে সময় রেকর্ড ঠিকমতো সংরক্ষণ করা হত না সব সময়। তাই তথ্য নিয়ে নিঃসন্দেহ হওয়া যায় না। একইভাবে ভ্যাসিলেইভ দম্পতিরও আগে ১৭৫৫ খ্রিস্টাব্দে আর এক রুশ কৃষক মিস্টার কিরিলোভ তাঁর দু’ পক্ষের স্ত্রী মিলিয়ে ৫৭ জন সন্তানের বাবা হয়েছিলেন। (ছবি-সোশ্যাল মিডিয়া)
আধুনিক গবেষকরা মনে করেন সে সময় রেকর্ড ঠিকমতো সংরক্ষণ করা হত না সব সময়। তাই তথ্য নিয়ে নিঃসন্দেহ হওয়া যায় না। একইভাবে ভ্যাসিলেইভ দম্পতিরও আগে ১৭৫৫ খ্রিস্টাব্দে আর এক রুশ কৃষক মিস্টার কিরিলোভ তাঁর দু’ পক্ষের স্ত্রী মিলিয়ে ৫৭ জন সন্তানের বাবা হয়েছিলেন। (ছবি-সোশ্যাল মিডিয়া)
advertisement
advertisement
advertisement