'বাংলার মিনি গোয়া' এই জায়গা! ২ দিনে ঘোরা হয়ে যাবে, খরচও একেবারে কম

Last Updated:
Mousuni Island weekend destination: বাংলার মিনি গোয়া এই জায়গা। মৌসুনি দ্বীপে অনেকেই সপ্তাহান্তে ঘুরতে যান। ২ দিনের জন্য দুর্দান্ত ঘোরার জায়গা। এখানে গিয়ে পরিবার-সহ ২টো দিন কীভাবে কেটে যাবে, বুঝতেও পারবেন না।
1/8
এক বা ২ দিনের জন্য ঘুরতে যাওয়ার প্ল্যান করেন অনেকেই। সপ্তাহান্তে এমন একটা ঘোরাঘুরির প্ল্যান মনটাকে চাঙ্গা করে দিতে পারে কিন্তু।
এক বা ২ দিনের জন্য ঘুরতে যাওয়ার প্ল্যান করেন অনেকেই। সপ্তাহান্তে এমন একটা ঘোরাঘুরির প্ল্যান মনটাকে চাঙ্গা করে দিতে পারে কিন্তু।
advertisement
2/8
আজকাল ফেসবুকের বিভিন্ন পেজে অনেকেই সপ্তাহান্তে ঘোরার জায়গার হদিশ চান। আজ আমাদের এই প্রতিবেদন তাঁদের জন্যই। আমরা আজ যে জায়গার কথা বলব, সেখানে ২ দিনে ঘুরে আসতে পারবেন। খরচও আহামরি কিছু নয়।
আজকাল ফেসবুকের বিভিন্ন পেজে অনেকেই সপ্তাহান্তে ঘোরার জায়গার হদিশ চান। আজ আমাদের এই প্রতিবেদন তাঁদের জন্যই। আমরা আজ যে জায়গার কথা বলব, সেখানে ২ দিনে ঘুরে আসতে পারবেন। খরচও আহামরি কিছু নয়।
advertisement
3/8
অনেকেই এই জায়গাটিকে বলেন- বাংলার মিনি গোয়া। ২টো দিন নিরিবিলিতে থাকতে পারেন সেখানে গিয়ে। কলকাতা থেকে ১২০-১৩০ কিমি দূরে এই জায়গা।  গঙ্গা ও হুগলি নদী ঠিক যেখানে সাগরে মিশেছে সেখানেই এই দ্বীপ।
অনেকেই এই জায়গাটিকে বলেন- বাংলার মিনি গোয়া। ২টো দিন নিরিবিলিতে থাকতে পারেন সেখানে গিয়ে। কলকাতা থেকে ১২০-১৩০ কিমি দূরে এই জায়গা। গঙ্গা ও হুগলি নদী ঠিক যেখানে সাগরে মিশেছে সেখানেই এই দ্বীপ।
advertisement
4/8
সাগরদ্বীপের পূর্ব দিকে এই ছোট্টো দ্বীপ। নাম মৌসুনি। চাইলে গাড়ি চালিয়ে যেতে পারেন। না হলে ট্রেনেও যাওয়া যায়।
সাগরদ্বীপের পূর্ব দিকে এই ছোট্টো দ্বীপ। নাম মৌসুনি। চাইলে গাড়ি চালিয়ে যেতে পারেন। না হলে ট্রেনেও যাওয়া যায়।
advertisement
5/8
শিয়ালদহ থেকে ট্রেনে চেপে নামখানা। সেখানে নেমে টোটো চেপে নৌকা। তার পর আবার টোটো। পৌঁছে যাবেন মৌসুনি দ্বীপে।
শিয়ালদহ থেকে ট্রেনে চেপে নামখানা। সেখানে নেমে টোটো চেপে নৌকা। তার পর আবার টোটো। পৌঁছে যাবেন মৌসুনি দ্বীপে।
advertisement
6/8
এই দ্বীপে আপনি টেন্টে থাকতে পারবেন। সেই ক্যাম্পগুলি বেশ পকেট ফ্রেন্ডলি। খাওয়া-দাওয়া, থাকা নিয়ে খরচ হবে কমই।
এই দ্বীপে আপনি টেন্টে থাকতে পারবেন। সেই ক্যাম্পগুলি বেশ পকেট ফ্রেন্ডলি। খাওয়া-দাওয়া, থাকা নিয়ে খরচ হবে কমই।
advertisement
7/8
সারা সপ্তাহে তুলনামূলক ফাঁকা থাকে মৌসুনি। ভিড় বাড়ে সপ্তাহান্তে। এই দ্বীপে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখলে আপনার মন ভাল হতে বাধ্য।
সারা সপ্তাহে তুলনামূলক ফাঁকা থাকে মৌসুনি। ভিড় বাড়ে সপ্তাহান্তে। এই দ্বীপে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখলে আপনার মন ভাল হতে বাধ্য।
advertisement
8/8
মৌসুনি দ্বীপের কাছে জম্বু দ্বীপ। সেখানে ঘুরতে গেলে অবশ্য আলাদা করে অনুমতি নিতে হয়। সেখানে থাকার ব্যবস্থা নেই। ঝড়ে বেশ ক্ষতি হয়েছিল মৌসুনি দ্বীপের। তবে এখন আবার অনেকটাই আগের রূপে ফিরে এসেছে মৌসুনি।
মৌসুনি দ্বীপের কাছে জম্বু দ্বীপ। সেখানে ঘুরতে গেলে অবশ্য আলাদা করে অনুমতি নিতে হয়। সেখানে থাকার ব্যবস্থা নেই। ঝড়ে বেশ ক্ষতি হয়েছিল মৌসুনি দ্বীপের। তবে এখন আবার অনেকটাই আগের রূপে ফিরে এসেছে মৌসুনি।
advertisement
advertisement
advertisement