হোম » ছবি » পাঁচমিশালি » শুধু সীতাকে নয় রক্ষা করেছিলেন লক্ষ্মণের প্রাণও, শ্রীরামচন্দ্রের পরম ভক্ত পবনপুত্র হনুমান
শুধু সীতাকে নয় রক্ষা করেছিলেন লক্ষ্মণের প্রাণও, শ্রীরামচন্দ্রের পরম ভক্ত পবনপুত্র হনুমান
Bangla Editor
1/ 5
সীতা মায়ের প্রিয় হনুমানের জন্মদিন ৷ তিনি ভগবান শ্রীরামচন্দ্রের অত্যন্ত প্রিয় ছিলেন ৷
2/ 5
দেবী সীতাকে মাতৃ জ্ঞানে পুজো করতেন ৷ শ্রীরামচন্দ্র সব সময়েই মনে করতেন তাঁর পরম ভক্ত হনুমান তাঁর ভাই লক্ষ্মণের থেকে কোনও অংশে কম নন ৷
3/ 5
সীতাকে যখন অশোক বনে রাবণ আটকে রেখেছিল তখন তিনি সমানে মাতা সীতার সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন ৷
4/ 5
শুধুই সীতা মাতা নন, শক্তিশেলে লক্ষ্মণ যখন জ্ঞান হারিয়ে ছিলেন ঠিক তখনই গন্ধমাদন পর্বত থেকে বিশল্লকরণি এনে হনুমান লক্ষ্মণের প্রাণ বাঁচিয়েছিলেন এতে বেশ খুশি হয়েছিলেন ৷
5/ 5
তিনি রামভক্ত হওয়া সত্ত্বেও ত্রিভুবন জুড়ে হনুমানজির পুজো হয়ে থাকে ৷ ভক্ত হয়েও ভগবানের মর্যাদা দেওয়া হয় ৷ তাঁর মধুর নামে সব কষ্ট দূর হয় ৷
শুধু সীতাকে নয় রক্ষা করেছিলেন লক্ষ্মণের প্রাণও, শ্রীরামচন্দ্রের পরম ভক্ত পবনপুত্র হনুমান
শুধুই সীতা মাতা নন, শক্তিশেলে লক্ষ্মণ যখন জ্ঞান হারিয়ে ছিলেন ঠিক তখনই গন্ধমাদন পর্বত থেকে বিশল্লকরণি এনে হনুমান লক্ষ্মণের প্রাণ বাঁচিয়েছিলেন এতে বেশ খুশি হয়েছিলেন ৷