সবুজে ভরা ছিল সাহারা, ভয়াবহ খরাতেই বদলে যায় মরুভূমিতে! দাবি গবেষণায়
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
সম্প্রতি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষক দাবি করেছেন, ভয়াবহ এক খরাতেই সাহারার সবুজ তৃণভূমি দিগন্ত বিস্তৃত মরুভূমিতে বদলে গিয়েছিল৷
advertisement
advertisement
advertisement
advertisement
দক্ষিণ পূর্ব এশিয়ায় ভয়াবহ খরার সঙ্গে সাহারা মরুভূমির তৃণভূমি ধ্বংসের যে যোগসূত্র রয়েছে, লাওসের একটি গুহার মধ্যে তাঁর প্রমাণ পেয়েছে ওই গবেষক দল৷ আবহাওয়ার এই পরিবর্তনের প্রভাব দক্ষিণ পূর্ব এশিয়ায় জনবসতির গঠনেও পড়ে৷ বিপুল সংখ্যক মানুষ এক এলাকা থেকে অন্যত্র সরে যান৷ কারণ ওই সময়ে সাহারায় সবুজ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়৷