Google-এ ভুলেও ‘এই সব’ সার্চ করবেন না, জেল পর্যন্ত হতে পারে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
এমন অনেক কিছু সার্চ করেন যা নিয়ে হয়ত সমাজে প্রকাশ্যে খুব বেশি কথা হয় না, তাই ভাবেন লুকিয়ে গুগলে সার্চ করে নিই৷
#কলকাতা: গুগল এখন মানুষের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ৷ যে কোনও প্রয়োজনে কাউকে আশেপাশে না পাওয়া গেলে, যখন মানুষ প্রথমেই খুঁজতে যায় যে সেটা হল গুগলষ জানে যা কিছু জানা প্রয়োজন গুগলকে জিজ্ঞাসা করলেই পাওয়া যায়৷ অনেকেই আবার এমন অনেক কিছু সার্চ করেন যা নিয়ে হয়ত সমাজে প্রকাশ্যে খুব বেশি কথা হয় না, তাই ভাবেন লুকিয়ে গুগলে সার্চ করে নিই৷
advertisement
কিন্তু আপনি যদি ভাবেন হিস্ট্রি সার্চ করে ডিলিট করেছেন কেউ জানছে না তাহলে ভুল ভাবছেন৷ গুগলের নিজস্ব টিম রয়েছে যারা নিয়মিত নজর রাখেন কোথা থেকে কি সার্চ হচ্ছে৷ কারণ আপনার এন্ডের হিস্ট্রি ডিলিট হওয়ার আগেই গুগল এন্ডে সার্চের একটা ধারা থাকে৷ ভুলেও কখনও এই জিনিস তাই গুগলে সার্চ করবেন না৷ কারণ এতে পুলিশের হাতেও ধরা পড়তে পারেন৷
advertisement
advertisement
advertisement