Moving Stones:আজব কাণ্ড! হেঁটে-চলে বেড়াচ্ছে পাথর, পাথর থেকে জন্ম হচ্ছে পাথরের, হতবাক গবেষকরাও

Last Updated:
1/6
সত্য সেলুকাস! কী বিচিত্র এই 'বিশ্ব'! এই জগতে এমন অনেক কিছুই আছে, যা দেখে নিজের চোখকেই বিশ্বাস করা যায় না, চোখ কপালে ওঠে! হতবাক হন খোদ বিজ্ঞানীরাও। যেমন রোমানিয়ার বিচিত্র পাথর! এই পাথর আকারে বাড়ে, এদিক-সেদিক ঘুরে বেড়ায়, আবার পাথর থেকে পাথরের জন্ম-ও হয়।
সত্য সেলুকাস! কী বিচিত্র এই 'বিশ্ব'! এই জগতে এমন অনেক কিছুই আছে, যা দেখে নিজের চোখকেই বিশ্বাস করা যায় না, চোখ কপালে ওঠে! হতবাক হন খোদ বিজ্ঞানীরাও। যেমন রোমানিয়ার বিচিত্র পাথর! এই পাথর আকারে বাড়ে, এদিক-সেদিক ঘুরে বেড়ায়, আবার পাথর থেকে পাথরের জন্ম-ও হয়।
advertisement
2/6
কোনও গল্পকথা নয়, বাস্তবেই এমন পাথর রয়েছে রোমানিয়ার ভালসিয়া কাউন্টিতে, যাদের বলা হয় 'ট্রোভ্যান্টস'। এগুলো এক জাতীয় স্যান্ডস্টোন। এই পাথরগুলির গা মোলায়েম হয়। কোনও কোণা বা খোঁচার মত থাকে না। ভিতরে থাকে পাথর আর বাইরে বালির আস্তরণ।
কোনও গল্পকথা নয়, বাস্তবেই এমন পাথর রয়েছে রোমানিয়ার ভালসিয়া কাউন্টিতে, যাদের বলা হয় 'ট্রোভ্যান্টস'। এগুলো এক জাতীয় স্যান্ডস্টোন। এই পাথরগুলির গা মোলায়েম হয়। কোনও কোণা বা খোঁচার মত থাকে না। ভিতরে থাকে পাথর আর বাইরে বালির আস্তরণ।
advertisement
3/6
বৃষ্টিতে ভিজলে এই পাথরের গা জুড়ে আরও ছোট ছোট পাথর তৈরি হয়। এক সময়ে এই ছোট ছোট পাথরগুলো 'মা' পাথরের শরীর ভেঙে বেরিয়ে যায়। পাথর যে ফের পাথরের জন্ম দিতে পারে, এই ঘটনা অবাক করে গবেষকদেরও।
বৃষ্টিতে ভিজলে এই পাথরের গা জুড়ে আরও ছোট ছোট পাথর তৈরি হয়। এক সময়ে এই ছোট ছোট পাথরগুলো 'মা' পাথরের শরীর ভেঙে বেরিয়ে যায়। পাথর যে ফের পাথরের জন্ম দিতে পারে, এই ঘটনা অবাক করে গবেষকদেরও।
advertisement
4/6
পাথরগুলি আবার চলাফেরাও করে। পাথর মানে যে এক জায়গায় স্থবির হয়ে থাকবে এমনটা নয়। এ পাথর দিব্যি এধার ওধার ঘুরে বেড়ায়। কোনও প্রাণি বা মানুষ তাদের সরায় না, হাওয়ার ধাক্কাতেও নড়ে না। তবু তারা সরে যায়। বেশিদিন এক জায়গায় থাকেনা।
পাথরগুলি আবার চলাফেরাও করে। পাথর মানে যে এক জায়গায় স্থবির হয়ে থাকবে এমনটা নয়। এ পাথর দিব্যি এধার ওধার ঘুরে বেড়ায়। কোনও প্রাণি বা মানুষ তাদের সরায় না, হাওয়ার ধাক্কাতেও নড়ে না। তবু তারা সরে যায়। বেশিদিন এক জায়গায় থাকেনা।
advertisement
5/6
বিজ্ঞানীরা পাথরগুলি পরীক্ষা করে দেখেছেন, এগুলি কোটি কোটি বছর আগে এক ভূমিকম্পের ফলে তৈরি হয়েছিল। শক্ত পাথরগুলিতে রয়েছে অনেকটা বেলে পাথর। ট্রোভান্ট নামে এই পাথরগুলিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম কার্বোনেট রয়েছে। বৃষ্টি হলে এই পাথরগুলির কেন্দ্রস্থলে এক ধরনের রাসায়নিক বিক্রিয়া হয়, যার জেরে পাথরের গা দিয়ে সিমেন্টের মত পদার্থ নিঃসরণ শুরু হয়।
বিজ্ঞানীরা পাথরগুলি পরীক্ষা করে দেখেছেন, এগুলি কোটি কোটি বছর আগে এক ভূমিকম্পের ফলে তৈরি হয়েছিল। শক্ত পাথরগুলিতে রয়েছে অনেকটা বেলে পাথর। ট্রোভান্ট নামে এই পাথরগুলিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম কার্বোনেট রয়েছে। বৃষ্টি হলে এই পাথরগুলির কেন্দ্রস্থলে এক ধরনের রাসায়নিক বিক্রিয়া হয়, যার জেরে পাথরের গা দিয়ে সিমেন্টের মত পদার্থ নিঃসরণ শুরু হয়।
advertisement
6/6
এই পাথর ভাঙলে এর মধ্যে গোল গোল করে চিহ্ন দেখতে পাওয়া যায়, যা তাদের বয়স জানতে সাহায্য করে। ঠিক গাছের গুঁড়ির মত। এগুলি মাটির উত্তাপ বৃদ্ধি বা কমের প্রভাবে নিজের স্থান পরিবর্তন করতে পারে।
এই পাথর ভাঙলে এর মধ্যে গোল গোল করে চিহ্ন দেখতে পাওয়া যায়, যা তাদের বয়স জানতে সাহায্য করে। ঠিক গাছের গুঁড়ির মত। এগুলি মাটির উত্তাপ বৃদ্ধি বা কমের প্রভাবে নিজের স্থান পরিবর্তন করতে পারে।
advertisement
advertisement
advertisement