One Year Old Treylin: এক বছরের বাচ্চার সারা গায়ে ট্যাটু! গা ভর্তি গয়না, Swag কাকে বলে দেখুন

Last Updated:
Tattoo Baby : মাত্র এক বছর বয়স। এই বাচ্চার Swag দেখে আপনি অবাক হয়ে যাবেন।
1/6
৬ মাস বয়স থেকেই তার সারা শরীরে ট্যাটু। ছেলেকে ছোট থেকেই স্টাইল আইকন তৈরি করতে চেয়েছিলেন মা শ্যামেকিয়া মরিস।
৬ মাস বয়স থেকেই তার সারা শরীরে ট্যাটু। ছেলেকে ছোট থেকেই স্টাইল আইকন তৈরি করতে চেয়েছিলেন মা শ্যামেকিয়া মরিস।
advertisement
2/6
এখন ট্রেলিন নামের এই বাচ্চাটির বয়স এক বছর। এখনও তার সারা শরীরে ট্যাটু। তবে সেই ট্যাটু আসল নয়, নকল। অনেকে অবশ্য ট্রেলিনের মায়ের সমালোচনা শুরু করেছেন।
এখন ট্রেলিন নামের এই বাচ্চাটির বয়স এক বছর। এখনও তার সারা শরীরে ট্যাটু। তবে সেই ট্যাটু আসল নয়, নকল। অনেকে অবশ্য ট্রেলিনের মায়ের সমালোচনা শুরু করেছেন।
advertisement
3/6
অনেকে বলছেন, বাচ্চাটিকে ঠকবাজের মতো দেখতে লাগছে। আর তার জন্য তার মা দায়ি। যদিও ট্রেলিন এখন থেকেই সোশ্যাল মিডিয়ায় সুপারহিট।
অনেকে বলছেন, বাচ্চাটিকে ঠকবাজের মতো দেখতে লাগছে। আর তার জন্য তার মা দায়ি। যদিও ট্রেলিন এখন থেকেই সোশ্যাল মিডিয়ায় সুপারহিট।
advertisement
4/6
ট্রেলিনের মা অবশ্য এক শো-তে এসে জানিয়েছেন, তাঁর ছেলেকে যেন কেউ বিচার না করে। কারণ বিচার করার জন্য সে এখনও অনেক ছোট। তাকে যেন সবাই ভালবাসে!
ট্রেলিনের মা অবশ্য এক শো-তে এসে জানিয়েছেন, তাঁর ছেলেকে যেন কেউ বিচার না করে। কারণ বিচার করার জন্য সে এখনও অনেক ছোট। তাকে যেন সবাই ভালবাসে!
advertisement
5/6
ট্রেলিনের মা জানিয়েছেন, ৩০ সেকেন্ডের ভিডিও বা কোনও ছবি দেখে কাউকে বিচার করা যায় না। তাঁর বাচ্চাকে তিনি নিজের মতো করে সাজান। এতে কারও কোনও সমস্যা থাকার কথা নয়।
ট্রেলিনের মা জানিয়েছেন, ৩০ সেকেন্ডের ভিডিও বা কোনও ছবি দেখে কাউকে বিচার করা যায় না। তাঁর বাচ্চাকে তিনি নিজের মতো করে সাজান। এতে কারও কোনও সমস্যা থাকার কথা নয়।
advertisement
6/6
সোস্যাল মিডিয়ায় এখনই তিন লাখ ফলোয়ার্স ট্রেলিনের। মায়ের সঙ্গে বাইরে বেরোলে তাঁকে দেখতে ভিড় হয়ে যায়। ট্রেলিন অবশ্য সবাইকে হাসিমুখে নিজের সঙ্গে ছবি তোলার সুযোগ দেয়।
সোস্যাল মিডিয়ায় এখনই তিন লাখ ফলোয়ার্স ট্রেলিনের। মায়ের সঙ্গে বাইরে বেরোলে তাঁকে দেখতে ভিড় হয়ে যায়। ট্রেলিন অবশ্য সবাইকে হাসিমুখে নিজের সঙ্গে ছবি তোলার সুযোগ দেয়।
advertisement
advertisement
advertisement