Youngest Mother In History : পৃথিবীর সবথেকে রহস্যজনক ঘটনা... মাত্র ৫ বছরে সন্তানের জন্ম দেয় এই মেয়ে... কীভাবে সম্ভব? চমকে গিয়েছিল গোটা দুনিয়া

Last Updated:
Youngest Mother In History : দক্ষিণ আমেরিকার পেরুর এই মেয়েটি বিশ্বের সবচেয়ে কমবয়সী মা।
1/5
পৃথিবীর ইতিহাসের সবথেকে আশ্চর্যজনক ঘটনা এটি। ১৯৩৯ সালে মাত্র পাঁচ বছর বয়সে সন্তানের জন্ম দেন লিনা মেডিনা। চিকিত্‍সা বিজ্ঞান আজও সেই রহস্যের কিনারা করতে পারেনি। পেরুতে ৭,৪০০ ফুট উপরে পাহাড়ের চূড়ায় ছোট্ট গ্রামে থাকত মেয়েটি। ক্রমশ পেট ফুলে উঠছিল তার। টিউমারের আশঙ্কা করে তাকে ডাক্তারের কাছে নিয়ে যান বাবা-মা। পরীক্ষা করে হতবাক হয়ে যান চিকিত্‍সকরা। তার শরীরে বেড়ে উঠছে সন্তান।
পৃথিবীর ইতিহাসের সবথেকে আশ্চর্যজনক ঘটনা এটি। ১৯৩৯ সালে মাত্র পাঁচ বছর বয়সে সন্তানের জন্ম দেন লিনা মেডিনা। চিকিত্‍সা বিজ্ঞান আজও সেই রহস্যের কিনারা করতে পারেনি। পেরুতে ৭,৪০০ ফুট উপরে পাহাড়ের চূড়ায় ছোট্ট গ্রামে থাকত মেয়েটি। ক্রমশ পেট ফুলে উঠছিল তার। টিউমারের আশঙ্কা করে তাকে ডাক্তারের কাছে নিয়ে যান বাবা-মা। পরীক্ষা করে হতবাক হয়ে যান চিকিত্‍সকরা। তার শরীরে বেড়ে উঠছে সন্তান।
advertisement
2/5
পেডিয়াট্রিক এন্ডোক্রিনোলজিস্টদের মধ্যে এটি সম্পূর্ণ অভাবনীয় কিছু ছিল না। প্রতি ১০,০০ শিশুর মধ্যে প্রায় একজনের এমন একটি অবস্থা তৈরি হয় যা অকাল বয়ঃসন্ধি নামে পরিচিত এবং মেডিনা সেই শিশুদের মধ্যে একজন।
পেডিয়াট্রিক এন্ডোক্রিনোলজিস্টদের মধ্যে এটি সম্পূর্ণ অভাবনীয় কিছু ছিল না। প্রতি ১০,০০ শিশুর মধ্যে প্রায় একজনের এমন একটি অবস্থা তৈরি হয় যা অকাল বয়ঃসন্ধি নামে পরিচিত এবং মেডিনা সেই শিশুদের মধ্যে একজন।
advertisement
3/5
মেয়েদের মধ্যে ৮ বছর বয়সের আগে এবং ছেলেদের ৯ বছরের বয়সের আগে বয়ঃসন্ধি শুরু হলে তাকে অকাল বয়ঃসন্ধি বলা হয়।
মেয়েদের মধ্যে ৮ বছর বয়সের আগে এবং ছেলেদের ৯ বছরের বয়সের আগে বয়ঃসন্ধি শুরু হলে তাকে অকাল বয়ঃসন্ধি বলা হয়।
advertisement
4/5
বছরের পর বছর অনেকেই গল্পটিকে একটি সম্পূর্ণ প্রতারণা বলেছিলেন। তবে, এক্স-রে, ফটো এবং ডাক্তারদের নথি প্রমাণ করে যে এটি সত্যিই ঘটেছিল। তবে শিশুটির বাবার পরিচয় কখনই জানানো হয়নি। ডেলিভারি সিজারিয়ান সেকশনের মাধ্যমে হয়।
বছরের পর বছর অনেকেই গল্পটিকে একটি সম্পূর্ণ প্রতারণা বলেছিলেন। তবে, এক্স-রে, ফটো এবং ডাক্তারদের নথি প্রমাণ করে যে এটি সত্যিই ঘটেছিল। তবে শিশুটির বাবার পরিচয় কখনই জানানো হয়নি। ডেলিভারি সিজারিয়ান সেকশনের মাধ্যমে হয়।
advertisement
5/5
শিশুটিকে বাইরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো ঝুঁকি নেওয়ার পরামর্শ দেননি চিকিৎসক। শিশুটি সুস্থ ছিল। ওজন ছিল ৬ পাউন্ড (প্রায় তিন কিলো)। সিজারিয়ান অপারেশন করা ডাক্তাররা শিশুটির নাম দেন জেরাল্ডো। সন্তান প্রসবের সময় লীনার বয়স ছিল – ৫ বছর ৭ মাস ২১ দিন।
শিশুটিকে বাইরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো ঝুঁকি নেওয়ার পরামর্শ দেননি চিকিৎসক। শিশুটি সুস্থ ছিল। ওজন ছিল ৬ পাউন্ড (প্রায় তিন কিলো)। সিজারিয়ান অপারেশন করা ডাক্তাররা শিশুটির নাম দেন জেরাল্ডো। সন্তান প্রসবের সময় লীনার বয়স ছিল – ৫ বছর ৭ মাস ২১ দিন।
advertisement
advertisement
advertisement