Most Haunted Sea Beaches: ঘুরছে অশরীরির দল, অতৃপ্ত আত্মাদের আর্ত চিৎকার... এই ৫ সমুদ্র সৈকতে ভুলেও পা দেবেন না...
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
এই ৫টি সি-বিচে ভুলেও পা দেবেন না... বলা হয় এই সমুদ্র সৈকতে নাকি অশরীরি আত্মারা ঘুরে বেড়ায়! জেনে নিন 'মোস্ট হন্টেড'-এর তালিকায় কোন কোন সমুদ্র সৈকত আছে--
advertisement
ডুমাস সৈকত-- গুজরাতের সুরাটে অবস্থিত এই সমুদ্র সৈকত। অপূর্ব সুন্দর। ভীষণ রোম্যান্টিক। কিন্তু বলা হয়, এখানে নাকি 'ভূত' আছে। দিনের আলোতেও মানুষে এই সি-বিচ-এ যেতে ভয় পান। শোনা যায়, আগে এখানে মরা পোড়ানো হত। সেই মৃতের আত্মারাই নাকি এখন-ও ঘুরে বেড়ায় সৈকতে। অদ্ভুত বিষয়, সমুদ্র সৈকতের বালির রং-ও কালো। বিশ্বাস করা হয়, ছাই বালির সঙ্গে মিশেছে, তাই রং কালো। এখানে রাত বিরেতে শোনা যায় চিৎকার-আর্তনাদ। শোনা যায়, এই বিচ থকে বহু পর্যটক ও স্থানীয় নিখোঁজ হয়েছেন। একবার এক ব্যক্তির মৃতদেহ আবিষ্কার হয় এই সৈকত থেকে। ব্যক্তির জিভ ঠেলে বেরিয়ে এসেছিল। কীভাবে তার মৃত্যু হয়েছিল, তা কখনও যানা যায়নি।
advertisement
বেকার বিচ--সানফ্রান্সিসকো-তে অবস্থিত বেকার বিচ। এখানে সূর্যাস্তের পর সাধারণ মানুষের চলাচলের নিষেধাজ্ঞা রয়েছে। শোনা যায়, সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে এক অশরীরি আত্মা বিচ-এর দখল নন। সেই মহিলা সমুদ্রের পাড়ে বসে গান করেন। যদি কোনও মানুষ সেই মহিলার গান খুব মন দিয়ে শোনার চেষ্টা করেন, তবে তিনি সেই আত্মার নিয়ন্ত্রণে চলে যান।
advertisement
মস সৈকত-- এই সমুদ্র সৈকত ক্যালিফোর্নিয়ায় অবস্থিত। বলা হয়, এখানে ব্লু লেডি নামে এক মহিলার আত্মার বাস। শোনা যায়, এক বিবাহিত মহিলা জড়িয়ে পড়েছিলেন বিবাহ বহির্ভূত সম্পর্কে। সেই কথা জানাজানি হওয়ার পর নাকি মহিলাকে এই মস সৈকতে এনে হত্যা করা হয়েছিল। খুন করা হয় তার প্রেমিককেও। তার পর থেকেই নাকি ওই নারীর অশরীরি আত্মা এই সৈকতে খুঁজে বেরায় তার প্রেমিককে।
advertisement
advertisement