Haunted Dolls Island Mexico: পরিত্যক্ত দ্বীপে ঝুলছে হাজার হাজার পুতুল! জানুন রোম খাড়া করে দেওয়া পুতুল দ্বীপের গল্প
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Most Haunted Place in World: এই দ্বীপে গেলে দেখতে পাবেন ভাঙা, জামা ছেঁড়া, মাথা ভাঙা, চোখ না থাকা পুতুলগুলি চারিদিকে গাছে ঝুলছে। মাথা ঝিমঝিম করে উঠবে এই দৃশ্য দেখে।
advertisement
এই পুতুল দ্বীপের মালিক ছিলেন স্থানীয় এক ব্যক্তি জুলিয়ান সান্তানা বারেরা। ২০০১ সালে তাঁর রহস্যজনক মৃত্যু ঘটে। শোনা যায়, প্রায় ৫০ বছর আগে সান্তানা বারেরা একটি ছোট মেয়ে এবং তার বোনদের নদীর ধারে সাঁতার কাটতে দেখেন। নদীর জোরালো স্রোত তাদের একজনকে ভাসিয়ে নিয়ে যায়। জুলিয়ান ওই শিশুকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়লেও সময়মতো তার কাছে পৌঁছাতে পারেননি; ছোট মেয়েটি আগেই ডুবে যায়। বলা হয়, জুলিয়ান তার মৃত্যুর জন্য নিজেকেই দোষ দেন এবং সারা জীবন শোকে আচ্ছন্ন ছিলেন।
advertisement
advertisement
advertisement
advertisement
এই দ্বীপে গেলে দেখতে পাবেন ভাঙা, জামা ছেঁড়া, মাথা ভাঙা, চোখ না থাকা পুতুলগুলি চারিদিকে গাছে ঝুলছে। মাথা ঝিমঝিম করে উঠবে এই দৃশ্য দেখে। ১৯৮৭ সালে ইউনেস্কো Xochimilco-কে বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করেছিল। জুলিয়ান সান্তানা বারেরার মৃত্যুর পর তাঁর পরিবার দ্বীপটির যত্ন নেয়। পর্যটকরা প্রায়ই দ্বীপে কয়েন বা তাঁদের নিজস্ব পুতুল রেখে যান।