Most Haunted In India: একরাতে 'গায়েব' গ্রামের সব মানুষ, এখন সেখানে শুধুই 'আত্মা'... ভারতেই রয়েছে এই 'ভয়ঙ্কর ভূতুড়ে' গ্রাম, কোথায় বলুন তো? পড়ুন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
রাজস্থানের ১৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে রয়েছে এমন এক গ্রাম, যা প্যারানর্মালবিদ-দের মতে ভারতের সবথেকে ভয়াবহ ভূতুড়ে গ্রাম। বলা হয়, রাতারাতি গায়েব হয়ে যায় একটা গোটা গ্রাম। স্থানিয়দের মতে, বর্তমানে সেই পরিত্যক্ত গ্রামে ঘুরে বেড়ায় অশরীরী আত্মারা
advertisement
advertisement
প্রচলিত কাহিনি অনুযায়ী, কুলধারার পালিওয়াল ব্রাহ্মণেরা উনিশ শতকের গোড়ায় শাসক সেলিম সিংহের অত্যাচারে গ্রাম ছেড়ে চলে যান। অভিযোগ, গ্রামের প্রধানের কন্যার উপর সেলিমের কুনজর পড়েছিল। তিনি জোর করে ওই তরুণীকে বিয়ে করতে চেয়েছিলেন। হুঁশিয়ারি দিয়েছিলেন, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রধানের কন্যাকে তাঁর হাতে তুলে দিতে হবে। না হলে, গ্রামে চলবে অবাধে লুঠপাট, অত্যাচার।
advertisement
advertisement
advertisement
advertisement
স্থানীয়দের মতে, সেই থেকে কুলধারায় আর নতুন করে বসবাস স্থাপন করা যায়নি। যদিও বা কেউ থাকার চেষ্টা করেছেন, তাঁরা নাকি ভূতের কবলে পড়েছেন। ওই পরিত্যক্ত গ্রামে রাত কাটাতে গেলেই নাকি অদ্ভুত এবং অশরীরী উপস্থিতি টের পাওয়া যায়। স্থানীয়দের বিশ্বাস, আজও যেন কুলধারায় পালিওয়ালরাই বাস করেন, বসতভিটের মায়া ছাড়তে পারেননি তাঁরা।