Microwave: হঠাৎ আবিষ্কার হল ভুল করে, সেই জিনিসটিই এখন প্রত্যেক ঘরে-ঘরে! বলুন তো, কী আবিষ্কার? চমকে যাবেন শুনে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Microwave: বিজ্ঞানীদের ক্ষুরধার মস্তিষ্ক আর কঠোর অধ্যবসায় ছাড়া কোন ভাবেই এমন দুরূহ পথে সামনে এগিয়ে যাওয়া সম্ভব ছিল না।
সেই আদিম যুগ থেকেই মানুষ মেতে ছিল আবিষ্কারের নেশায়। কখনও প্রয়োজনে, কখনও বা উন্নত জীবনের আশায় মানুষের কঠোর পরিশ্রম একে একে এনে দিয়েছে অসংখ্য আবিষ্কার। তবে বর্তমানে এসব আবিষ্কার সম্পর্কে আমরা যতটা সহজেই জানতে পারছি বা তা নিয়ে বিস্তর আলোচনা সমালোচনা করতে পারছি, আবিষ্কারগুলো কিন্তু মোটেও অতটা সহজ ছিল না।
advertisement
advertisement
আর যেগুলো আমরা জানতে পারি তার পেছনের ঘটনা ঘাঁটলে পারলে আমরা জানতে পারি কঠোর পরিশ্রম ও সাধনার গল্প। তবে শুধু রসকষহীন অধ্যবসায়ের গল্প নয়, কিছু কিছু বৈজ্ঞানিক আবিষ্কারের পেছনে রয়েছে মজাদার বা উদ্ভট কিছু ঘটনাও। সংক্ষেপে বলতে গেলে সব আবিষ্কারই উদ্দেশ্যপূর্ণ ছিল না, এমন কিছু আবিষ্কার ছিল যা মোটেও কারও ধারণায় ছিল না এবং বলতে গেলে ভুল করে বা দুর্ঘটনাবশতই এই আবিষ্কারগুলো হয়েছে বিভিন্ন বিজ্ঞানীর হাত ধরে।
advertisement
advertisement
advertisement
advertisement