Yearender 2020: করোনাকালে কী ভাবে ডেটিং করেছেন লোকে, সেই অবাক গল্প শোনাচ্ছে Tinder
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
২০২০ শেষে এমনই তথ্য দিচ্ছে বিখ্যাত ডেটিং অ্যাপ Tinder
মার্চের শুরু থেকে করোনা (Coronavirus) সংক্রমণ বাড়তে থাকায় নিজেদের ঘরবন্দী করে ফেলেন সকলে। শুরু হয় লকডাউন (Lockdown)। কারও বাড়িতে পোষ্য বা খেলার সঙ্গী, গল্প করার সঙ্গী থাকার ফলে দারুণ কেটেছে লকডাউনের সময়। কিন্তু অনেকেরই একা থেকে সমস্যা তৈরি হয়েছে। দেখা দিয়েছে মানসিক নানা অসুখও। এরই মধ্যেই কিছু মানুষ আবার খুবই রোম্যান্টিক মুহূর্ত কাটিয়েছেন। ২০২০ শেষে এমনই তথ্য দিচ্ছে বিখ্যাত ডেটিং অ্যাপ Tinder।
advertisement
প্যানডেমিকে ডেটিং অ্যাপের (Dating App) গুরুত্ব, জনপ্রিয়তা ও প্রয়োজনীয়তা নিয়ে কয়েক দিন ধরেই নানা তথ্য প্রকাশ করছে Tinder। তাদের তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে, বাড়িতে থেকেই ভার্চুয়াল ডেটিংয়ের সম্ভাবনা বেড়েছে। যেহেতু লকডাউন, বাইরে বেরোনো বন্ধ, তাই Tinder-এর মাধ্যমেই ডেটিংয়ে ব্যস্ত থেকেছেন বহু মানুষ। পাশাপাশি এই পরিস্থিতিতে ঘরে থাকায় ডেটিং অ্যাপে নিজেদের সৃজনশীলতার মাধ্যমে সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরেছেন বহু মানুষ। যাতে একে অপরকে চিনতে আরও বেশি সুবিধে হয়েছে এবং বাড়ি বসে বোর হওয়ার কোনও সম্ভাবনা তৈরি হয়নি।
advertisement
advertisement
Tinder-এর তরফে জানানো হয়, শুধু সোয়াইপ বা Tinder-এ কাটানো সময়ই নয়, লকডাউনে বেড়েছে মেসেজিংয়ের গুরুত্বও। যেহেতু সামনাসামনি দেখা করা বা রিয়াল লাইফ মিটিং বন্ধ হয়ে যায় এই সময়ে, তাই ইউজাররা তাঁদের সংস্কৃতির ছোট ছোট ঝলক এই অ্যাপের মাধ্যমেই তুলে ধরেন। সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখেই এ ক্ষেত্রে ব্যবহারকারীরা নিজেদের কথা, চাহিদা, দেখা করা, হ্যাং আউট সবই করতে পেরেছেন। বিভিন্ন ধরনের বায়ো (Bio)-ও দিতে দেখা গিয়েছে এই সময়ে। যার প্রায় প্রত্যেকটিতে সৃজনশীলতা ফুটে উঠেছে।
advertisement
advertisement
মাস্ক ও ফিল্টার - এই বছরের ফ্যাশন হোক বা প্রয়োজনীয়তা, মাস্কের চর্চা সব জায়গায়। বাদ যায়নি Tinder-ও। একাধিক মাস্ক পরা ইমোজি , স্টিকার, ছবি শেয়ার করেছেন মানুষজন। পাশাপাশি প্যানডেমিক নিয়ে Bio-তেও দেখা গেছে অনেক কিছু। অনেকেই লিখেছেন- Let's be like Covid and catch each other, আবার অনেকে লিখেছেন quarantine & chill। অনেককে আবার হ্যান্ড ওয়াশিংয়ের ফিল্টারও ব্যবহার করতে দেখা গেছে।
advertisement
Bio-তে ক্রিয়েটিভি - Tinder-এর bio তে সব সময়েই মানুষ চলতি বিষয় নিয়ে কিছু দিয়ে থাকে। যাঁরা সাধারণত Tinder রোজ ব্যবহার করেন, তাঁরা প্রায়ই Bio পাল্টান। এই বছর, বিশেষ করে লকডাউনের সময়ে বেশ কয়েকটি Bio খুবই নজর কেড়েছে। তার মধ্যে রয়েছে Rasode Mein Kaun Tha-র মিম। যশরাজ মুখাটের এই মিম কয়েক মিলিয়ন মানুষ পছন্দ করেছেন। রেখেছেন Tinder bio-ও। মুখাটের মিম কোট করে একজন নিজের bio-তে লিখেছেন, Rasode mein bhi Rashi thi, Bio mein bhi।
advertisement
advertisement