বান্ধবীকে বিশ্বাস করে ১৫ হাজার টাকা ধার দিয়েছিলেন যুবক! পরের ৯ মাসে তার সঙ্গে যা ঘটল! তাজ্জব নেটদুনিয়াও

Last Updated:
এক সপ্তাহের মধ্যে টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন যুবতী। কিন্তু প্রায় ৯ মাস ধরে টানা অপেক্ষা করেন ওই যুবক।
1/6
 নিজের বান্ধবীকে ১৫ হাজার টাকা ধার দিয়েছিলেন এক যুবক। সাহায্যের সময় তাঁকে ধার দিয়ে আশা করেছিলেন সঠিক সময় টাকা ফেরত পেয়ে যাবেন। এক সপ্তাহের মধ্যে টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন যুবতী। কিন্তু প্রায় ৯ মাস ধরে টানা অপেক্ষা করেন ওই যুবক।
নিজের বান্ধবীকে ১৫ হাজার টাকা ধার দিয়েছিলেন এক যুবক। সাহায্যের সময় তাঁকে ধার দিয়ে আশা করেছিলেন সঠিক সময় টাকা ফেরত পেয়ে যাবেন। এক সপ্তাহের মধ্যে টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন যুবতী। কিন্তু প্রায় ৯ মাস ধরে টানা অপেক্ষা করেন ওই যুবক।
advertisement
2/6
 টানা ৯ মাসের মধ্যে একবারের জন্যেও টাকা ফেরতের জন্য জোর করেননি বলে জানান ওই যুবক। তিনি ভেবেছিলেন<br />বন্ধুত্বের কাছে টাকার মূল্য কম। কিন্তু, ৯ মাস শেষে যখন তিনি টাকা চাইতে গেলেন। তখন ওই বান্ধবীর কথা শুনে স্তম্ভিত হয়ে গেলেন তিনি।
টানা ৯ মাসের মধ্যে একবারের জন্যেও টাকা ফেরতের জন্য জোর করেননি বলে জানান ওই যুবক। তিনি ভেবেছিলেনবন্ধুত্বের কাছে টাকার মূল্য কম। কিন্তু, ৯ মাস শেষে যখন তিনি টাকা চাইতে গেলেন। তখন ওই বান্ধবীর কথা শুনে স্তম্ভিত হয়ে গেলেন তিনি।
advertisement
3/6
UPI Payment, QR Code, UPI Scanner, UPI EMI feature, UPI QR code scan EMI, NPCI new feature, UPI transaction limit, RuPay credit card on UPI, digital payment EMI, UPI credit transactions, Paytm Navi NPCI, ইউপিআই ইএমআই ফিচার, ইউপিআই কিউআর কোড স্ক্যান ইএমআই, এনপিসিআই নতুন ফিচার, ইউপিআই লেনদেন সীমা, রুপে ক্রেডিট কার্ড ইউপিআই, ডিজিটাল পেমেন্ট ইএমআই, ইউপিআই ক্রেডিট লেনদেন, পেটিএম নাভি এনপিসিআই
ওই বান্ধবী তাঁকে লিখেছিলেন, "আমাকে বারংবার মেসেজ করলে আমার মনে হয় না পরিস্থিতি বদলে যাবে। আমি যদি মনে করি তোমার টাকা ফেরত দেব না তাহলে তোমার সঙ্গে আমি এই মুহূর্ত থেকেই আর কথা বলব না। সেই ব্যবস্থা আমি করে নিতেই পারি।"
advertisement
4/6
১ অগাস্ট থেকে কার্যকর হতে চলা নিয়ম: এই প্রধান ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মে একাধিক নিয়ন্ত্রক পরিবর্তন আনার কথা ঘোষণা করেছে UPI-এর নিয়ন্ত্রক কর্তৃপক্ষ National Payments Corporation of India (NPCI)। আসলে UPI-কে আরও নির্ভরযোগ্য ও মসৃণ করে তোলা এবং বিশেষ করে ব্যস্ত সময়ে বাধাবিপত্তি যাতে কম হয়, সেটাই এই পরিবর্তনের অন্যতম প্রধান লক্ষ্য। সকল ব্যাঙ্ক এবং পেমেন্ট অ্যাপের জন্য নতুন API ব্যবহারের নিয়ম - AutoPay এবং ব্যালেন্স চেক ফিচারের আপডেট-সহ-আগামী মাস থেকে কার্যকর হবে। এবার থেকে প্রতিদিন ৫০ বারই নিজেদের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন UPI ব্যবহারকারীরা। আগে অবশ্য অসংখ্যবার ব্যালেন্স চেক করতে পারতেন ব্যবহারকারীরা।
এর জবাবে ওই যুবক লেখেন, "সত্যি বলতে তোমার থেকে এটা আশা করিনি। কিন্তু, ধন্যবাদ নিজের আসল রূপ দেখানোর জন্য।"
advertisement
5/6
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডিটে r/TrueOffMyChest নামে একটি গ্রুপ আছে। @blownupmarriage1 ব্যবহারকারী প্রায় ৩ বছর আগে একটি দীর্ঘ পোস্ট লিখেছিলেন এবং তাঁর পরিবারের চরমতম বিশ্বাসঘাতকতার দিকটি তুলে ধরেছিলেন৷
রেডিটে এই খবর সামনে আসতেই তুমুল শোরগোল পড়ে যায়। নেটিজেনদের কমেন্টে ভরে ওঠে। সেখানে কেউ কেউ হাসিতে ফেটে পড়েন। আবার কেউ কেউ রাগ দেখান।
advertisement
6/6
প্রতীকী ছবি
একজন লেখেন, "একজন অনলাইনের বন্ধুকে তুমি ১৫ হাজার টাকা দিয়ে দিলে?"অন্য একজন লেখে, "মেয়ের পাল্লায় পড়লে এমনই হয়।"আবার আরও একজন লেখেন, "এমন করেই সহজে টাকা কামানো যায়। অনলাইন বন্ধু বানাও, বিশ্বাস অর্জন করো তারপর টাকা নিয়ে ফেরত দিও না।"
advertisement
advertisement
advertisement