জেনে নিন মকর সংক্রান্তির পূণ্যলগ্নের সময়, এই সময়ে স্নান করলেই দূর হবে অমঙ্গল

Last Updated:
জেনে নিন এ বছর পৌষ সংক্রান্তির পূণ্যলগ্ন ঠিক কখন
1/5
আগামিকাল ১৪ জানুয়ারির মকর সংক্রান্তি৷ শাস্ত্র বলে পৌষমাস হল মলমাস ৷ আর এই সময় কোনও শুভ কাজ করা হয় না ৷ তবে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির পূণ্যলগ্নে এই চিত্রটি সম্পূর্ণ বদলে যায় ৷ নেমে আসে শুভক্ষণ ৷
আগামিকাল ১৪ জানুয়ারির মকর সংক্রান্তি৷ শাস্ত্র বলে পৌষমাস হল মলমাস ৷ আর এই সময় কোনও শুভ কাজ করা হয় না ৷ তবে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির পূণ্যলগ্নে এই চিত্রটি সম্পূর্ণ বদলে যায় ৷ নেমে আসে শুভক্ষণ ৷
advertisement
2/5
পৌষ সংক্রান্তির শুভলগ্নে পঞ্চক, খরমাস আর অশুভ সময় কেটে যায় ৷ আর গৃহপ্রবেশ, বিয়ের মতো মাঙ্গলিক কাজকর্মে আর কোনও বাধা থাকে না ৷
পৌষ সংক্রান্তির শুভলগ্নে পঞ্চক, খরমাস আর অশুভ সময় কেটে যায় ৷ আর গৃহপ্রবেশ, বিয়ের মতো মাঙ্গলিক কাজকর্মে আর কোনও বাধা থাকে না ৷
advertisement
3/5
একই সঙ্গে পৌষ সংক্রান্তির দিন মহাস্নানের মহিমা তো প্রচুর ৷ বলা হয় মকর সংক্রান্তির দিন পূণ্য লগ্নে শাহি স্নান করলে জীবনে কোনও অমঙ্গল থাকে না ৷
একই সঙ্গে পৌষ সংক্রান্তির দিন মহাস্নানের মহিমা তো প্রচুর ৷ বলা হয় মকর সংক্রান্তির দিন পূণ্য লগ্নে শাহি স্নান করলে জীবনে কোনও অমঙ্গল থাকে না ৷
advertisement
4/5
তবে যে কোনও সময় স্নান করলে কিন্তু হবে না ৷ একটি শুভ মুহূর্তে স্নান করলেই মেলে ফল ৷ জেনে নিন এ বছর পৌষ সংক্রান্তির পূণ্যলগ্ন ঠিক কখন ৷
তবে যে কোনও সময় স্নান করলে কিন্তু হবে না ৷ একটি শুভ মুহূর্তে স্নান করলেই মেলে ফল ৷ জেনে নিন এ বছর পৌষ সংক্রান্তির পূণ্যলগ্ন ঠিক কখন ৷
advertisement
5/5
এই বছর মকর সংক্রান্তি পড়েছে বৃহস্পতিবার। পুণ্য কলা শুরু হচ্ছে সকাল সাড়ে ৮টা থেকে, শেষ হচ্ছে বিকেল ৫টা ৪৫মিনিটে। মহা পুণ্য কলা শুরু হচ্ছে সকাল সাড়ে ৮টায় ও শেষ হচ্ছে সকাল ১০টা ১৫ মিনিটে। মকর সংক্রান্তির পুণ্য লগ্ন হচ্ছে সকাল ৮টা ৩০ মিনিট।
এই বছর মকর সংক্রান্তি পড়েছে বৃহস্পতিবার। পুণ্য কলা শুরু হচ্ছে সকাল সাড়ে ৮টা থেকে, শেষ হচ্ছে বিকেল ৫টা ৪৫মিনিটে। মহা পুণ্য কলা শুরু হচ্ছে সকাল সাড়ে ৮টায় ও শেষ হচ্ছে সকাল ১০টা ১৫ মিনিটে। মকর সংক্রান্তির পুণ্য লগ্ন হচ্ছে সকাল ৮টা ৩০ মিনিট।
advertisement
advertisement
advertisement