

আগামী বৃহস্পতিবার, ১১ মার্চ মহাশিবরাত্রি। এই দিনটিকে মহা আড়ম্বরে পালন করেন শিবভক্তেরা। বিশ্বাস, শিবরাত্রিতে যথাযথ নিয়ম মেনে বিল্বপত্র সহযোগে পুজো করলে ভগবান তুষ্ট হন। এদিন পূণ্যার্থীরা কঠোর ভাবে উপবাস পালন করেন।


দৃকপঞ্জিকা অনুসারে দক্ষিণ ভারতে হিন্দু ক্যালেন্ডারের মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয়। উত্তর ভারতে ফাল্গুন মাসের মাসিক শিবরাত্রি মহাশিবরাত্রি নামে পরিচিত।


এই বছর মহাশিবরাত্রি উদযাপন হবে ১১ মার্চ। চতুর্দশী তিথি শুরু হবে ২০২১-এর ১১ মার্চ বেলা ২টো ৩৯ মিনিটে এবং চতুর্দশী শেষ হবে ১২ মার্চ ২০২১ বিকেল ৩টে ২ মিনিটে।


নিশিতা কাল পুজোর সময়: ১২ মার্চ ২০২১ রাত ১২টা ৬ মিনিট থেকে রাত ১২টা ৫৫ মিনিট পর্যন্ত। মোট ৪৮ মিনিট স্থায়ী হবে নিশিতা কাল পুজো। রাত্রি প্রথম প্রহর পুজোর সময়: সন্ধে ৬টা ২৭ মিনিট থেকে ৯টা ২৯ মিনিট পর্যন্ত।


রাতের দ্বিতীয় প্রহর পুজোর সময়: ১২ মার্চ রাত ৯টা ২৯ মিনিট থেকে রাত ১২টা ৩১ মিনিট পর্যন্ত।রাতের তৃতীয় প্রহর পুজোর সময়: ১২ মার্চ রাত ১২টা ৩১ মিনিট থেকে রাত ৩টে ৩২ রাতের মিনিট পর্যন্ত। চতুর্থ প্রহর পুজোর সময়: ১২ মার্চ রাত ৩টে ৩২ মিনিট থেকে ভোর ৬টা ৩৪ মিনিট পর্যন্ত।


শিবপূরাণে বলা রয়েছে, চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালিত হলেও প্রস্তুতি শুরু করতে হবে ত্রয়োদশীর দিন থেকেই। সেই অনুসারে ত্রয়োদশীর দিন এক বেলা নিরামিষ ভোজন করতে হয়।


এরপর চতুর্দশীর দিন খুব সকাল সকাল উঠে কালো তিল ভেজানো জলে স্নান করতে হয়। শিব পূরাণে বলা আছে কালো তিল ভেজানো জলে স্নান করলে শরীর শুদ্ধ হয়।