Mahashivratri 2021: জেনে নিন দুধ, দই, ঘি, মধু ঢালার আলাদা আলাদা মন্ত্র

Last Updated:
শিবরাত্রিতে যথাযথ নিয়ম মেনে বিল্বপত্র সহযোগে পুজো করলে ভগবান তুষ্ট হন
1/8
বলা হয়, এই দেশের বারোটি তীর্থে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রূপে সাক্ষাৎ অবস্থান করেন ভগবান শিব। তাঁকে প্রসন্ন করার জন্য বছরে সর্বাধিক পুণ্যময় তিথিটি হল মহাশিবরাত্রি। যা চলতি বছরে ১১ তারিখে পড়েছে। এই দিনটিকে মহা আড়ম্বরে পালন করেন শিবভক্তেরা। বিশ্বাস, শিবরাত্রিতে যথাযথ নিয়ম মেনে বিল্বপত্র সহযোগে পুজো করলে ভগবান তুষ্ট হন। এদিন পূণ্যার্থীরা কঠোর ভাবে উপবাস পালন করেন।
বলা হয়, এই দেশের বারোটি তীর্থে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রূপে সাক্ষাৎ অবস্থান করেন ভগবান শিব। তাঁকে প্রসন্ন করার জন্য বছরে সর্বাধিক পুণ্যময় তিথিটি হল মহাশিবরাত্রি। যা চলতি বছরে ১১ তারিখে পড়েছে। এই দিনটিকে মহা আড়ম্বরে পালন করেন শিবভক্তেরা। বিশ্বাস, শিবরাত্রিতে যথাযথ নিয়ম মেনে বিল্বপত্র সহযোগে পুজো করলে ভগবান তুষ্ট হন। এদিন পূণ্যার্থীরা কঠোর ভাবে উপবাস পালন করেন।
advertisement
2/8
দৃকপঞ্জিকা অনুসারে দক্ষিণ ভারতে হিন্দু ক্যালেন্ডারের মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয়। উত্তর ভারতে ফাল্গ‌ুন মাসের মাসিক শিবরাত্রি মহাশিবরাত্রি নামে পরিচিত।
দৃকপঞ্জিকা অনুসারে দক্ষিণ ভারতে হিন্দু ক্যালেন্ডারের মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয়। উত্তর ভারতে ফাল্গ‌ুন মাসের মাসিক শিবরাত্রি মহাশিবরাত্রি নামে পরিচিত।
advertisement
3/8
এই বছর মহাশিবরাত্রি উদযাপন হবে ১১ মার্চ। চতুর্দশী তিথি শুরু হবে ২০২১-এর ১১ মার্চ বেলা ২টো ৩৯ মিনিটে এবং চতুর্দশী শেষ হবে ১২ মার্চ ২০২১ বিকেল ৩টে ২ মিনিটে।
এই বছর মহাশিবরাত্রি উদযাপন হবে ১১ মার্চ। চতুর্দশী তিথি শুরু হবে ২০২১-এর ১১ মার্চ বেলা ২টো ৩৯ মিনিটে এবং চতুর্দশী শেষ হবে ১২ মার্চ ২০২১ বিকেল ৩টে ২ মিনিটে।
advertisement
4/8
এবার জেনে নেওয়া যাক, শিব পুজোর মন্ত্র ৷ অনেকেই সারাদিন ধরে চার প্রহরে শিবের মাথায়জল ঢেলে থাকেন ৷ প্রতিবার জল ঢালার সময় ছয়টি উপকরণ সহযোগে পুজো করতে হয় ৷
এবার জেনে নেওয়া যাক, শিব পুজোর মন্ত্র ৷ অনেকেই সারাদিন ধরে চার প্রহরে শিবের মাথায়জল ঢেলে থাকেন ৷ প্রতিবার জল ঢালার সময় ছয়টি উপকরণ সহযোগে পুজো করতে হয় ৷
advertisement
5/8
খুব অল্পেই তুষ্ট হন মহাদেব ৷ দুধ, দই, ঘি, মধু, গঙ্গাজল ও ডাবের জল দিয়ে শিবের পুজো করতে হয় ৷ তবে এর সঙ্গে অবশ্য থাকে ধুতরো ও আকন্দ ফুল এবং পাঁচটি ফল ৷
খুব অল্পেই তুষ্ট হন মহাদেব ৷ দুধ, দই, ঘি, মধু, গঙ্গাজল ও ডাবের জল দিয়ে শিবের পুজো করতে হয় ৷ তবে এর সঙ্গে অবশ্য থাকে ধুতরো ও আকন্দ ফুল এবং পাঁচটি ফল ৷
advertisement
6/8
দুধ মন্ত্র- ওঁ হৌ ঈশানায় নমঃ ৷ দধি মন্ত্র- ওঁ জৌং অঘোরায় নমঃ ৷
দুধ মন্ত্র- ওঁ হৌ ঈশানায় নমঃ ৷ দধি মন্ত্র- ওঁ জৌং অঘোরায় নমঃ ৷
advertisement
7/8
ঘৃত মন্ত্র- ও হৌং বামদেবায় নমঃ ৷ মধু মন্ত্র- ওঁ হ্রাং সদ্যজাতায় নমঃ ৷
ঘৃত মন্ত্র- ও হৌং বামদেবায় নমঃ ৷ মধু মন্ত্র- ওঁ হ্রাং সদ্যজাতায় নমঃ ৷
advertisement
8/8
গঙ্গাজল ও ডাবের জল মন্ত্র- ওঁ নমঃ শিবায় নমঃ ৷
গঙ্গাজল ও ডাবের জল মন্ত্র- ওঁ নমঃ শিবায় নমঃ ৷
advertisement
advertisement
advertisement