Mahashivratri 2021: ভাঙের আছে অত্যাশ্চর্য ওষধিগুণ, কেন শিবের এত প্রিয় এই পানীয়
- Published by:Ananya Chakraborty
Last Updated:
প্রথা অনুসারে মহাশিবরাত্রির পুণ্য তিথিতেও ভগবানের উদ্দেশে ভাং উৎসর্গ করার রেওয়াজ আছে। পাশাপাশি, অনেকে গাঁজাও উৎসর্গ করে থাকেন
ভগবান শিবের এক নাম আশুতোষ। অর্থাৎ তিনি অল্পেই তুষ্ট হন। তাঁর স্বভাবও বেশ শান্ত। কিন্তু ভুলে গেলে চলবে না যে এই শিব-ই ক্রোধে উন্মত্ত হয়ে দক্ষের যজ্ঞ ধ্বংস করিয়েছিলেন। তাঁর ক্রোধ থেকেই জন্ম নিয়েছিলেন বীরভদ্র, ভৈরবের মতো ভীতিকর শিবগণেরা। আবার ভারতীয় পুরাণ মতে ব্রহ্মা যেমন এই বিশ্ব সৃষ্টি করেন, বিষ্ণু যেমন তা পালন করেন, তেমনই শিবের হাতে এর ধ্বংসসাধন হয়।
advertisement
লোকবিশ্বাস বলে, শিবের এই ক্রোধ নিয়ন্ত্রণে আনতেই না কি মন্ত্রের মতো কাজ করে গাঁজা এবং ভাং। স্বামী যাতে শান্ত থাকেন, সেই জন্য লোকমতানুসারে দেবী পার্বতী নিজে হাতে ভাং বেটে সরবত তৈরি করে দেন। সেই প্রথা অনুসারে মহাশিবরাত্রির পুণ্য তিথিতেও ভগবানের উদ্দেশে ভাং উৎসর্গ করার রেওয়াজ আছে। পাশাপাশি, অনেকে গাঁজাও উৎসর্গ করে থাকেন।
advertisement
তবে এই প্রসঙ্গে একটা প্রবাদবাক্য ভুলে গেলে চলবে না- ভগবানের লীলাখেলা, পাপ লিখেছে মানুষের বেলা! বক্তব্য কঠিন কিছু নয়। ভগবানকে যা মানায়, তা সাধারণ মানুষের সংযমের বাইরে। অতএব, নিয়মিত অপরিমিত ভাং সেবন আমাদের শরীরে নানা বিপদ ডেকে আনতে পারে। তবে আদতে গাঁজা হোক ভাং, এর মূল উপাদান ক্যানাবিস নানা ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। আায়ুর্বেদশাস্ত্রেও আছে রোগবিশেষে এর নানা নিদানের কথা। মহাশিবরাত্রির প্রাক্কালে তাই দেখে নেওয়া যাক শিবের এই প্রিয় পানীয়র অত্যাশ্চর্য ওষধিগুণ!
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement