'আমায় তাড়িয়ে দিয়েছে, কারণ...' আখড়া থেকে বহিষ্কৃত IIT বাবা ঝড় তুললেন ফের! মহাকুম্ভে নতুন মোড়?

Last Updated:
Mahakumbh IIT Baba: 'আমায় তাড়িয়ে দেওয়া হয়েছিল যাতে আমি কিছু না বলি...', মহা কুম্ভে নতুন মোড়, আইআইটিয়ান বাবা অভয় সিংয়ের কথায় সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড়! ঠিক কী ঘটেছে? জানলে চমকে যাবেন।
1/10
আইআইটিয়ান বাবা অভয় সিংয়ের নতুন বিতর্ক: 'আমায় তাড়িয়ে দেওয়া হয়েছিল যাতে ...', মহা কুম্ভে নতুন মোড়, সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড়! ঠিক কী ঘটেছে? জানলে চমকে যাবেন।
আইআইটিয়ান বাবা অভয় সিংয়ের নতুন বিতর্ক: 'আমায় তাড়িয়ে দেওয়া হয়েছিল যাতে...', মহা কুম্ভে নতুন মোড়, সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড়! ঠিক কী ঘটেছে? জানলে চমকে যাবেন।
advertisement
2/10
"সবাই চুপ হয়ে গিয়েছিল,এক ইডিয়ট এসে পুরো শো ছিনিয়ে নিল!" এই দুটি লাইন এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। বড় বড় সংবাদমাধ্যমের সাংবাদিকরা এবং অন্যান্য ব্যবহারকারীরা এটি লিখে আইআইটিয়ান বাবা অভয় সিংকে নিয়ে মন্তব্য করেছেন।
"সবাই চুপ হয়ে গিয়েছিল,এক ইডিয়ট এসে পুরো শো ছিনিয়ে নিল!" এই দুটি লাইন এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। বড় বড় সংবাদমাধ্যমের সাংবাদিকরা এবং অন্যান্য ব্যবহারকারীরা এটি লিখে আইআইটিয়ান বাবা অভয় সিংকে নিয়ে মন্তব্য করেছেন।
advertisement
3/10
প্রয়াগরাজ: এই মুহূর্তে সারা পৃথিবী থেকে সনাতনীরা গঙ্গার অমৃত স্নানে রয়েছেন প্রয়াগরাজে, যা পূর্বে এলাহাবাদ নামে পরিচিত। এখানে সন্ন্যাসীদের এবং সাধুদের এক সুন্দর মিলনমেলা হচ্ছে, যা নানা রঙে, বিশেষ শক্তি এবং চেতনায় পূর্ণ।
প্রয়াগরাজ: এই মুহূর্তে সারা পৃথিবী থেকে সনাতনীরা গঙ্গার অমৃত স্নানে রয়েছেন প্রয়াগরাজে, যা পূর্বে এলাহাবাদ নামে পরিচিত ছিল। এখানে সন্ন্যাসী এবং সাধুদের এক মিলনমেলা হচ্ছে, যা নানা রঙে, বিশেষ শক্তি এবং চেতনায় পূর্ণ।
advertisement
4/10
আখড়ার সন্ন্যাসী থেকে শুরু করে বিরল নাগা সন্ন্যাসীরা সবাই মনোযোগের কেন্দ্রবিন্দু, তবে এর মধ্যে, আইআইটিয়ান বাবা অভয় সিংয়ের বাবা হয়ে ওঠার ঘটনা গত ১০ দিনে সোশ্যাল মিডিয়ায় বেশ ট্রেন্ডিং হয়েছে।
আখড়ার সন্ন্যাসী থেকে শুরু করে বিরল নাগা সন্ন্যাসীরা সবাই মনোযোগের কেন্দ্রবিন্দু, তবে এর মধ্যে, আইআইটিয়ান বাবা অভয় সিংয়ের 'বাবা' হয়ে ওঠার ঘটনা গত ১০ দিনে সোশ্যাল মিডিয়ায় বেশ ট্রেন্ডিং হয়েছে।
advertisement
5/10
কিছুদিনের মধ্যে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করার পর, এক নতুন ঘটনা সামনে এসেছে যেখানে বলা হচ্ছে তাঁকে জুনা আখড়া থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এই বিষয়টি নিজেই আইআইটিয়ান বাবা অভয় সিং শনিবার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন।
কিছুদিনের মধ্যে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করার পর, এক নতুন ঘটনা সামনে এসেছে, যেখানে বলা হচ্ছে তাঁকে জুনা আখড়া থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এই বিষয়টি নিজেই আইআইটিয়ান বাবা অভয় সিং শনিবার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন।
advertisement
6/10
IIT বাবা বলেছেন, "আমায় তাড়িয়ে দেওয়া হয়েছিল আখড়া থেকে, যাতে...আমি কিছু না বলি।"
IIT বাবা বলেছেন, "আমায় তাড়িয়ে দেওয়া হয়েছিল আখড়া থেকে, যাতে...আমি কিছু না বলি।" কিন্তু আসল ঘটনা কী?
advertisement
7/10
এমনকি আরও তথ্য দিয়ে, অভয় বলেছেন, "আমার বাড়তি জনপ্রিয়তার কারণে সোমেশ্বর পুরী অস্বস্তি বোধ করেছিলেন, এজন্য আমাকে জুনা আখড়া ক্যাম্প থেকে বের হয়ে যেতে বলা হয়েছিল।"
আরও তথ্য দিয়ে, অভয় বলেছেন, "আমার বাড়তি জনপ্রিয়তার কারণে সোমেশ্বর পুরী অস্বস্তি বোধ করেছিলেন, এজন্য আমাকে জুনা আখড়া ক্যাম্প থেকে বেরিয়ে যেতে বলা হয়েছিল।"
advertisement
8/10
আইআইটি বাবা ওরফে অভয় সিংকে নিয়ে এর পরেই বিপুল চর্চায় সরগরম নেট দুনিয়া। একদিকে মানুষ তাঁর আত্মনিবেদন ও নিষ্ঠার প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করছে, অন্যদিকে আখড়ার কাজকর্ম নিয়ে নানা প্রশ্নও উঠছে।
আইআইটি বাবা ওরফে অভয় সিংকে নিয়ে এর পরেই বিপুল চর্চায় সরগরম নেট দুনিয়া। একদিকে মানুষ তাঁর আত্মনিবেদন ও নিষ্ঠার প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করছে, অন্যদিকে আখড়ার কাজকর্ম নিয়ে নানা প্রশ্নও উঠছে।
advertisement
9/10
অপর দিকে, জুনা আখড়া জানায়, তাঁকে তাড়ানো হয়েছে কারণ সে গুরু বিরুদ্ধে আপত্তিকর ভাষা ব্যবহার করেছে। সন্ন্যাসের প্রতি শৃঙ্খলা এবং গুরুপ্রীতির গুরুত্ব অনেক বেশি, যা অবশ্যই অনুসরণ করা উচিত।
এ দিকে, জুনা আখড়া জানায়, অভয়কে  তাড়ানো হয়েছে কারণ তিনি গুরুর বিরুদ্ধে আপত্তিকর ভাষা ব্যবহার করেছেন। সন্ন্যাসে শৃঙ্খলা এবং গুরুপ্রীতির গুরুত্ব অনেক বেশি, যা অবশ্যই অনুসরণ করা উচিত, এমনই দাবি তাঁদের।
advertisement
10/10
অভয় সিং কে?আখড়া থেকে বহিষ্কৃত হওয়ার আগে আইআইটিয়ান বাবা নামে পরিচিত অভয় সিং ছিলেন জুনা আখড়ার মহন্ত সোমেশ্বর পুরীর শিষ্য। তিনি মুম্বাই আইআইটি থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছেন, এরপর কিছুদিন কাজ করার পর তা ছেড়ে আধ্যাত্মিক জগতে প্রবেশ করেন। বর্তমান মহাকুম্ভ মেলায় হাজার হাজার সংবাদকর্মী এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন। তার মধ্যেই দানা বাঁধল নতুন বিতর্ক।
অভয় সিং কে? আখড়া থেকে বহিষ্কৃত হওয়ার আগে আইআইটিয়ান বাবা নামে পরিচিত অভয় সিং ছিলেন জুনা আখড়ার মহন্ত সোমেশ্বর পুরীর শিষ্য। তিনি মুম্বাই আইআইটি থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছেন, এরপর কিছুদিন কাজ করার পর তা ছেড়ে আধ্যাত্মিক জগতে প্রবেশ করেন। বর্তমান মহাকুম্ভ মেলায় হাজার হাজার সংবাদকর্মী এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন। তার মধ্যেই দানা বাঁধল নতুন বিতর্ক।
advertisement
advertisement
advertisement