Mahashivratri 2021: জেনে নিন রাশি অনুযায়ী কী ভাবে, কোন মন্ত্রে সন্তুষ্ট করবেন দেবাদিদেবকে
- Published by:Ananya Chakraborty
Last Updated:
জন্মদিন মিলিয়ে রাশি অনুযায়ী কার কোন জ্যোতির্লিঙ্গের আরাধনা করা প্রশস্ত, কোন মন্ত্রেই বা স্মরণ করা কর্তব্য দেবাদিদেবকে, দেখে নেওয়া
বলা হয়, এই দেশের বারোটি তীর্থে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রূপে সাক্ষাৎ অবস্থান করেন ভগবান শিব। তাঁকে প্রসন্ন করার জন্য বছরে সর্বাধিক পুণ্যময় তিথিটি হল মহাশিবরাত্রি। যা চলতি বছরে ১১ তারিখে পড়েছে। তবে, এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ বারোটি রাশিকে নিয়ন্ত্রণ করে। তাই জন্মদিন মিলিয়ে রাশি অনুযায়ী কার কোন জ্যোতির্লিঙ্গের আরাধনা করা প্রশস্ত, কোন মন্ত্রেই বা স্মরণ করা কর্তব্য দেবাদিদেবকে, দেখে নেওয়া যাক এক এক করে!
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগস্ট ২২। এই রাশির অধিপতি ঝাড়খণ্ডের দেওঘরের বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ। তাই যাঁরা তীর্থে যেতে পারছেন না, তাঁদের বৈদ্যনাথকে স্মরণ করে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র (ওঁ ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম্। উর্বারুকমিব বন্ধনান্ মৃত্যৌর্মুক্ষীয় মামৃতাত্।।) পাঠ করা উচিৎ। পাশাপাশি, শিবলিঙ্গকে গঙ্গাজলে অভিষেক করাতে হবে। পূজা করতে হবে সাদা ফুল দিয়ে।
advertisement
advertisement
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। এই রাশির অধিপতি তামিলনাড়ুর রামেশ্বরমের রামেশ্বর জ্যোতির্লিঙ্গ। তাই যাঁরা তীর্থে যেতে পারছেন না, তাঁদের রামেশ্বরকে স্মরণ করে ওম নমঃ শিবায় মন্ত্রে উপাসনা করা উচিৎ। পাশাপাশি, শিবলিঙ্গকে সাদা বাতাসা মিশ্রিত দুধ দিয়ে অভিষেক করাতে হবে। পূজা করতে হবে আখ নৈবেদ্য দিয়ে।
advertisement
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। এই রাশির অধিপতি গুজরাতের দ্বারকার নাগার্জুন রামেশ্বর জ্যোতির্লিঙ্গ। তাই যাঁরা তীর্থে যেতে পারছেন না, তাঁদের নাগার্জুনকে স্মরণ করে হ্রীং ওম শিবায় হ্রীং মন্ত্রে উপাসনা করা উচিৎ। পাশাপাশি, শিবলিঙ্গকে দুধ দিয়ে অভিষেক করাতে হবে। পূজা করতে হবে চাল, বেল পাতা, গাঁদা ফুল দিয়ে।
advertisement
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। এই রাশির অধিপতি বারাণসীর কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ। তাই যাঁরা তীর্থে যেতে পারছেন না, তাঁদের কাশী বিশ্বনাথকে স্মরণ করে শিবগায়ত্রী মন্ত্রে (তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি। তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ।) উপাসনা করা উচিৎ। পাশাপাশি, শিবলিঙ্গকে কেশর মিশ্রিত গঙ্গাজল দিয়ে অভিষেক করাতে হবে।
advertisement
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। এই রাশির অধিপতি মহারাষ্ট্রের নাসিকের ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। তাই যাঁরা তীর্থে যেতে পারছেন না, তাঁদের ত্র্যম্বকেশ্বরকে স্মরণ করে ওম নমঃ শিবায় মন্ত্রে উপাসনা করা উচিৎ। পাশাপাশি, শিবলিঙ্গকে গুড় মিশ্রিত গঙ্গাজল দিয়ে অভিষেক করাতে হবে। পূজা করতে হবে নীল ফুল, ধুতুরা ফুল দিয়ে।
advertisement
advertisement
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। এই রাশির অধিপতি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ। তাই যাঁরা তীর্থে যেতে পারছেন না, তাঁদের ঘৃষ্ণেশ্বরকে স্মরণ করে শিবগায়ত্রী মন্ত্রে (তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি। তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ।) উপাসনা করা উচিৎ। পাশাপাশি, শিবলিঙ্গকে কেশর মিশ্রিত দুধ দিয়ে অভিষেক করাতে হবে। পূজা করতে হবে সাদা ফুল এবং বেল পাতা দিয়ে।