এক অপার শক্তির অন নাম মা তরা ৷ তাঁর কাছেই মেলে শান্তি জীবনে আসে সুস্থিরতা ৷
কঠিন সময়ে মায়ের নামেই জীবনে আসে বড়সড় সাফল্য মায়ের করুণায় সন্তানের জীবনে আসে দিশা ৷
তারা মায়ের কৃপা জীবনকে আরও সুন্দর করে তুলতে সাহায্য করে ৷ প্রতিটি ক্ষেত্রেই নতুন করে জীবন শুরু হয় ৷
তারা মায়ের আশীর্বাদ রয়েছে বীরভূমের তারাপীঠে ৷ মা তারার মাধ্যমেই জীবনে আসে খুশির দিন ৷
অভাব-অভিযোগ যখন জীবনের গতিপথে সমস্যা সৃষ্টি করে ঠিক তখনই মায়ের কৃপা নতুন করে ভাবতে বাধ্য করে ৷
...