মা তারা জীবনের এক অনবদ্য শক্তি, মায়ের প্রতি ভক্তিতেই জীবন হয়ে ওঠে সুন্দর ৷ জীবন অত্যন্ত সুখের হয়, মা তারার আশীর্বাদে জীবন সুখে পরিপূর্ণ হয় ৷ বীরভূমের তারাপীঠের পবিত্র ভূমিতে মা তারার সমস্ত বিচরণ ক্ষেত্র বলেই মনে করা হচ্ছে ৷ সুন্দর জীবন আরও সুরক্ষিত হয় ৷ অমাবস্যায় মায়ের পুজো এক আলাদা অভিজ্ঞতা সৃষ্টি হয় ৷ মা তারা কৃপায় রোগভোগ থেকে বিভিন্ন হাসিখুশির মুহূর্ত সব সময়েই এক আলাদা মাত্রা যোগ করেছে ৷