

তারা মায়ের কৃপায় জীবনের একাধিক সমস্যা হোক বা বিপত্তি সবই বিদায় নেয় এক নিমেষেই ৷ সমস্ত সমস্যার সমাধান হয় মুহূর্তেই ৷


মা তারা সমস্ত শক্তির এক যোগফল, অপূর্ণতা বা নানান ধরনের নেতিবাচক শক্তি যখন জীবনকে গ্রাহক করতে আসে ঠিক তখনই মা তারা রুখে দাঁড়ান ও সন্তানকে রক্ষা করেন ৷


মা তারার আশীর্বাদে জীবনে খুশির মুহূর্তগুলি দীর্ঘায়িত হয়, সন্তানের কাছে একমাত্র পথ চলার পাছেয় মায়ের তুমুল শক্তি ৷


মা তারার আশীর্বাদ তারাপীঠের মন্দিরে রয়েছে ৷ মায়ের আশীর্বাদে জীবন নতুন করে শুরু করার যাবতীয় রসদ পাওয়া যায় ভক্তি ও শক্তিতে জীবন আরও পরিপূর্ণ হয় ৷


তারা মায়ের নির্দেশেই তারাপীঠের বামাচরণ সাধক বামাক্ষ্যাপায় পরিণত হয়েছিলেন ৷ তিনি মায়েরই নির্দেশে গেরুয়া বসন ছেড়ে রক্তবর্ণ বস্ত্র ধারণ করেছিলেন ৷


মা তারা এক ও অদ্বিতীয় শক্তি যে শক্তির প্রভাবে সমস্ত দূরবর্তী ও দুর্জয় পরিস্থিতি থেকে নিজেকে রক্ষ করা ও জয় ছিনিয়ে আনার শক্তি ও সামর্থ্য পাওয়া সম্ভব ৷ কাউকে প্রভাবিত করে মত প্রতিষ্ঠা করা হয়, তা নিউজ 18 বাংলা সমর্থনও করেনা, যাঁরা বিশ্বাস করেন তাঁদের জন্যই এই প্রয়াস, কেননা বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর ৷