মা লক্ষ্মীর কৃপায় সংসারের শ্রীবৃদ্ধি হয় ক্রমশই ৷ গৃহস্থের যাবতীয় মঙ্গলে রমণীরা মা লক্ষ্মীর আরাধনা করে থাকেন ৷
মা লক্ষ্মীর পুজোর সঙ্গে যদি প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পাঁচালি পড়া হয় তাহলে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন ৷
মায়ের কৃপায় সংসারের শ্রীবৃদ্ধি হয় ক্রমশই ৷ সংসারের শ্রীবৃদ্ধিতে মা লক্ষ্মীর অপার কৃপা রয়েছে ৷
জলপূর্ণ ঘট, আমপল্লব সহযোগে ধূপ প্রদীপ জ্বেলে মা লক্ষ্মীর আরাধনা করেন গৃহস্থের গৃহিণীরা ৷ এতে মা লক্ষ্মী সন্তুষ্ট হন ৷
কথায় আছে মা লক্ষ্মীর কৃপা থাকলে সংসার আরও সুখের হয়, শান্তিতে ভরে ওঠে জীবন ৷
...