src="https://images.news18.com/static-bengali/2020/01/lunareclipse-4-de-07-1502105439.jpg" alt="২০২১ সালের প্রথম চন্দ্রগ্রহণ আজ, ২৬ মে। জ্যোতির্বিদদের মতে, এটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ভারতীয় সময় অনুযায়ী সে দিন দুপুর ২টো ১৭ মিনিট থেকে শুরু হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। চলবে সন্ধ্যা ৭টা ১৯ মিনিট পর্যন্ত।
যদিও ভারতের আকাশে পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে না । তবে দেখা যাবে রক্ত চন্দ্র বা সুপার ব্লাড মুন বা লাল রঙের চাঁদ (Super Blood Moon)। যখন পৃথিবীর একপ্রান্তে চন্দ্রগ্রহণ হয়, তখন অন্যপ্রান্তে উপচ্ছায়া চন্দ্রগ্রহণের ফলে এই রক্ত চন্দ্র দেখা যায় । তবে এই রক্তবর্ণা চাঁদকে দেখা যাবে মাত্র ৫ মিনিটের জন্যই ।