রাহুর গ্রাসে চাঁদ! এবারের চন্দ্রগ্রহণের সবচেয়ে বেশি প্রভাব ফেলবে ‘এই’ রাশিগুলির ওপর, জাতক-জাতিকারা হন সতর্ক
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
বড় বিশেষ সময়ে এবারের চন্দ্রগ্রহণ, প্রভাবও তাই বড়
চন্দ্রগ্রহণ ২০২০ - এই বছরের জুলাই মাসের শুরুতেই বছরের তৃতীয় চন্দ্রগ্রহণ হবে ৷ রবিবার ৫ জুলাই এবারের চন্দ্রগ্রহণ ৷ গ্রহণের মাস প্রত্যেকের রাশিচক্রেই প্রভাব ফেলবে ৷ এই মুহূ্র্তে দেশ করোনা আক্রান্ত ৷ তারওপর এই গ্রহণ গুরু পূর্ণিমার পবিত্র পর্বে পড়েছে ৷ জ্যোতিষ বিজ্ঞানের মতে এবারের চন্দ্রগ্রহণকে খুবই বিশেষ মানা হচ্ছে ৷ এই তিনটি রাশির খুবই বড় প্রভাব পড়তে চলেছে এবারের চন্দ্রগ্রহণের ৷ Photo- File
advertisement
বৃশ্চিক রাশি এই রাশির জাতক-জাতিকাদের জন্য চন্দ্রগ্রহণ দ্বিতীয় ভাবে হবে ৷ যেটা মানুষের আর্থিক দিকটি নিয়ন্ত্রণ করে ৷ এর জেরে জাতক-জাতিকাদের খরচ বাড়বে ৷ এই যোগে খরচা বৃদ্ধি হয় এবং আর্থিক টানাটানি হবে ৷ তাই আগে থেকেই নিজের খরচের ওপর নিয়ন্ত্রণ করতে শুরু করুন ৷ প্ল্যান করে নিজের সঞ্চয় বৃদ্ধি করুন৷Photo- File
advertisement
ধনু রাশি এই রাশির জাতক-জাতিকাদের জন্যেও এবারের চন্দ্রগ্রহণ বিশেষ তাৎপর্যপূর্ণ ৷ এবারের চন্দ্রগ্রহণ এই রাশিতেই হবে ৷ এই জন্যে জাতক-জাতিকার স্বাস্থ্যের ওপর প্রভাব পড়বে ৷ তাই নিজের স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর দিন ৷ শরীরের কোনও ছোট থেকে ছোট অসুবিধাও অগ্রাহ্য করবেন না ৷ কারণ এই সময়ের ছোট অসুবিধা পরবর্তী জীবনের বড় প্রতিবন্ধকতার সৃষ্টি করবে ৷ নিজের খাওয়াদাওয়ার ওপর নজর রাখবেন ৷ প্রয়োজন পড়লে চিকিৎসকের নিয়মিত পরামর্শও নিতে থাকতে হবে ৷Photo- File
advertisement
তুলা রাশি এই রাশির জন্য তৃতীয় ভাব হবে ৷ এর সরাসরি প্রভাব পড়ে সাহস -পরাক্রম ও ভাই বোনের সম্পর্কের ওপর ৷ এর প্রভাবে জাতক-জাতিকাদের সাহস ও পরাক্রমের ওপর প্রভাব পড়বে ৷ এর সূত্র ধরে কাজের ক্ষেত্রে সফলতা বৃদ্ধি হয় ৷ এই রাশির জাতক -জাতিকারা ব্যবসা করছেন তাদের শ্রীবৃদ্ধি ঘটবে ৷ তবে তাও ঝুঁকি না নিয়ে হিসেব করার চলার পরামর্শই দিচ্ছেন বিশেষজ্ঞরা ৷ বেশি লাভের আশায় অযথা ঝুঁকি নিলে কিন্তু বড় অসুবিধার সম্মুখীন হতে হবে ৷Photo- File