মায়ের কোলের গোপালই ত্রিভুবনের একমাত্র অধিপতি, কখনও শ্রীকৃষ্ণ, কখনও শ্রীবিষ্ণু

Last Updated:
1/10
যখন যখন ধর্মে গ্লানি দেখা দেবে তিনি আসবেন বিভিন্ন রূপ ধরে অধর্মকে বিনাশ বারেবারে তিনি আসবেন পৃথিবীর বুকে ৷ ছবি সংগৃহীত ৷
যখন যখন ধর্মে গ্লানি দেখা দেবে তিনি আসবেন বিভিন্ন রূপ ধরে অধর্মকে বিনাশ বারেবারে তিনি আসবেন পৃথিবীর বুকে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
2/10
তিনি আর কেউ নন ৷ কারও কাছে কানাই, কারও কাছে শ্রীকৃষ্ণ, কারও কাছে তিনি হরি, আবার তিনিই বিষ্ণু অর্থাৎ নারায়ণ ৷ ছবি সংগৃহীত ৷
তিনি আর কেউ নন ৷ কারও কাছে কানাই, কারও কাছে শ্রীকৃষ্ণ, কারও কাছে তিনি হরি, আবার তিনিই বিষ্ণু অর্থাৎ নারায়ণ ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
3/10
দেবকি মায়ের কোল আলো করে জন্মেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, তিনিই ভগবান বিষ্ণুর আবতার ৷ পুত্র স্নেহে লালান-পালন করেছিলেন মা যশোদা ৷ ছবি সংগৃহীত ৷
দেবকি মায়ের কোল আলো করে জন্মেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, তিনিই ভগবান বিষ্ণুর আবতার ৷ পুত্র স্নেহে লালান-পালন করেছিলেন মা যশোদা ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
4/10
ছোটবেলায় গোপাল, তারপরে কানাই থেকে কানু, কখনও কালীয় নাগ দমন তো কখনও, তো কখনও বাঁ হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে গোবরধন পাহাড় তুলে ধরা, বকাশূর, পুতনাবধ, কৌরববংশ ধ্বংস সবই তাঁর লীলায় ৷ ছবি সংগৃহীত ৷
ছোটবেলায় গোপাল, তারপরে কানাই থেকে কানু, কখনও কালীয় নাগ দমন তো কখনও, তো কখনও বাঁ হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে গোবরধন পাহাড় তুলে ধরা, বকাশূর, পুতনাবধ, কৌরববংশ ধ্বংস সবই তাঁর লীলায় ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
5/10
বাঙালির প্রতিটি গরেই কমবেশি আদরের গোপালের নিত্য পুজো হয়ে থাকে ৷ ছবি সংগৃহীত ৷
বাঙালির প্রতিটি গরেই কমবেশি আদরের গোপালের নিত্য পুজো হয়ে থাকে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
6/10
মায়ের কোলের গোপাল মাখনচুরি করে খেলেও যশোদা মায়ের হৃদয়ের টুকরো মাখনচোর, গোপিনীদের প্রেমিক ৷ ছবি সংগৃহীত ৷
মায়ের কোলের গোপাল মাখনচুরি করে খেলেও যশোদা মায়ের হৃদয়ের টুকরো মাখনচোর, গোপিনীদের প্রেমিক ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
7/10
পৃথিবার ইতিহাসে সত্যের কাছে অসত্য হেরেছে বারেবারে ৷ তিনি সব সময়েই ন্যায়ের পথে চলেছেন অধর্মের বিনাশ করেছেন ৷ ছবি সংগৃহীত ৷
পৃথিবার ইতিহাসে সত্যের কাছে অসত্য হেরেছে বারেবারে ৷ তিনি সব সময়েই ন্যায়ের পথে চলেছেন অধর্মের বিনাশ করেছেন ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
8/10
তিনিই বলেছেন তুমি কী নিয়ে এসেছ যে খালি হাতে ফিরে যেতে হবে, একা এসেছ যেতেও হবে একা ৷ ছবি সংগৃহীত ৷
তিনিই বলেছেন তুমি কী নিয়ে এসেছ যে খালি হাতে ফিরে যেতে হবে, একা এসেছ যেতেও হবে একা ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
9/10
ঘরে ঘরে শ্রীকৃষ্ণকে গোপাল রূপে পুজো করা হয় ৷ সবাই মনে করেন গরে ছেলে হলে বা পুত্রসন্তান জন্মালে সে অবিকল যেন গোপালের মত হবে ৷ ছবি সংগৃহীত ৷
ঘরে ঘরে শ্রীকৃষ্ণকে গোপাল রূপে পুজো করা হয় ৷ সবাই মনে করেন গরে ছেলে হলে বা পুত্রসন্তান জন্মালে সে অবিকল যেন গোপালের মত হবে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
10/10
পুরাণ মতে এক এবং একমাত্র দেবতা বা ঈশ্বর বাসুদেব শ্রীকৃষ্ণ ৷ শ্রীকৃষ্ণ মন্ত্র জপেই জীবনের সমস্ত ধর্মের রাস্তা সামনে প্রকট হয়ে থাকে ৷ ছবি সংগৃহীত ৷
পুরাণ মতে এক এবং একমাত্র দেবতা বা ঈশ্বর বাসুদেব শ্রীকৃষ্ণ ৷ শ্রীকৃষ্ণ মন্ত্র জপেই জীবনের সমস্ত ধর্মের রাস্তা সামনে প্রকট হয়ে থাকে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
advertisement
advertisement