পবনপুত্রের বার মঙ্গলবার ৷ বিশেষত মঙ্গলবারেই বজরঙ্গবলির সেবা করলে জীবনের সঙ্কটের পাহাড় থেকে মুক্তি পাওয়া সম্ভব ৷ বজরঙ্গবলির কৃপায় জীবন অত্যন্ত সুন্দর হয়ে ৷ তিনিই জীবের কুমতি বিনাশ করে সুমতি প্রদান করে থাকেন ৷ হনুমান চল্লিশা রোজ পাঠ করলে সমস্ত সমস্যা মুহূর্তেই বিদায় নেয় সংসার থেকে ৷ জীবন হয়ে ওঠে স্বপ্নপূরণের রূপকথা ৷ পবনপুত্র হনুমানের প্রবল আশীর্বাদে জীবনের অনেক সমস্যা পূরণ হয়ে থাকে এক নিমেষেই ৷ সংসারের সব থেকে মঙ্গলময় রূপ তিনিই ৷ তাঁর সেবাতেই সব পাওয়া সম্ভবপর হয়ে থাকে ৷