Insects: ডাইনোসর-কালের ভয়ঙ্কর পোকা! হানা দিয়েছে ভারতেও, জানেন এই মারাত্মক পোকাটির নাম?
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
যদিও ষাটের দশকের পর থেকে এই আক্রমণ অনেকটাই কমে গিয়েছিল৷ কিন্তু আবার ২০১৮-২০১৯ সালে, আফ্রিকা মহাদেশের বিভিন্ন প্রান্তে, ভারত, আফগানিস্তান, পাকিস্তান এই পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়৷
advertisement
advertisement
কিন্তু এর মধ্যে ডেজ়ার্ট লোকটাস সবচেয়ে ভয়ঙ্কর৷ এই প্রজাতির পঙ্গপালই পৃথিবী জুড়ে সর্বত্র ফসল ধ্বংস করার অন্যতম কারিগর৷ ওরা ঝাঁকে-ঝাঁকে যায়৷ একেবারে প্রায় হাজার কোটি পঙ্গপাল একসঙ্গে ফসল খেতে আসে৷ এরা সবসময়ে ঝাঁকে-ঝাঁকে যায়। প্রায় ২০০ কিলোমিটার অঞ্চল জুড়ে তারা যাতায়াত করে। যে অঞ্চল দিযে এরা ওড়ে সেখানকার সব ফসল নষ্ট হয়ে যায়।
advertisement
advertisement