লকডাউনে ঘরবন্দি? বাড়িতে বসেই জানুন দেবীমাহাত্ম্য

Last Updated:
1/6
 একেবারে গৃহবন্দি গোটা দেশ। সাত্ত্বিক মানুষ মন্দিরে যাবেন সেই উপায়ও নেই। সংক্রমণের ভয় সর্বত্র। এই অবস্থায় বাড়িতে বসেই জানুন দেবীমাহাত্ম্য।
একেবারে গৃহবন্দি গোটা দেশ। সাত্ত্বিক মানুষ মন্দিরে যাবেন সেই উপায়ও নেই। সংক্রমণের ভয় সর্বত্র। এই অবস্থায় বাড়িতে বসেই জানুন দেবীমাহাত্ম্য।
advertisement
2/6
দেবীর তিন নয়নে তিন কাল দর্শন হয়। একই ভাবে তিনি সত্য, সুন্দর ও শিবের দর্শনও করেন।
দেবীর তিন নয়নে তিন কাল দর্শন হয়। একই ভাবে তিনি সত্য, সুন্দর ও শিবের দর্শনও করেন।
advertisement
3/6
দেবীর মুক্তকেশ তাঁর বৈরাগ্যভাবকে সূচিত করে। তিনি জ্ঞানের  দ্বারা বন্ধন ছিন্ন করেছেন।
দেবীর মুক্তকেশ তাঁর বৈরাগ্যভাবকে সূচিত করে। তিনি জ্ঞানের দ্বারা বন্ধন ছিন্ন করেছেন।
advertisement
4/6
দেবীর গাত্রবর্ণ আসলে চিন্তাতীত। তিনি অসীম। অজুতবর্ণা, অধরা। কালো রঙে সেই অসীমতাকেই ধরা বয়।
দেবীর গাত্রবর্ণ আসলে চিন্তাতীত। তিনি অসীম। অজুতবর্ণা, অধরা। কালো রঙে সেই অসীমতাকেই ধরা বয়।
advertisement
5/6
 দেবীর গলায় পঞ্চাশটি মুণ্ডমালা পঞ্চাশটি বীজমন্ত্রে র প্রতীক।
দেবীর গলায় পঞ্চাশটি মুণ্ডমালা পঞ্চাশটি বীজমন্ত্রে র প্রতীক।
advertisement
6/6
জ্ঞান অসি দিয়ে জীবকে মায়ামুক্ত করতে পারেন দেবী। তাই তার হাতে ঝোলে নৃমুণ্ডমালা।
জ্ঞান অসি দিয়ে জীবকে মায়ামুক্ত করতে পারেন দেবী। তাই তার হাতে ঝোলে নৃমুণ্ডমালা।
advertisement
advertisement
advertisement