Tourist Spots: ঠিক যেন বুড়ো আঙুল, এই পর্বতে প্রথম উঠেছিলেন বিশ্ব বিখ্যাত গবেষক চার্লস ডারউইন!
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Sayani Rana
Last Updated:
এই পর্বতের প্রসঙ্গে একটা আকর্ষণীয় বিষয় জানানো যাক। আসলে ল্যে প্যুস পর্বতে প্রথম আরোহণ করেছিলেন চার্লস ডারউইন।
মরিশাসের বিখ্যাত পর্বত হল ল্যে প্যুস। এই পর্বত একটা কারণে সবার থেকে আলাদা। আর সেটা হল এই পর্বতের আকৃতি। আসলে এই পর্বতশৃঙ্গের আকৃতি অনেকটা বুড়ো আঙুলের মতো। আর এই কারণেই পর্বতের নাম ল্যে প্যুস। আর এই পর্বত চড়তে গেলে রীতিমতো কালঘাম ছুটে যাবে। বর্তমানে এই পর্বতের ছবি এবং ভিডিও ভাইরাল হচ্ছে। তবে আজ এই পর্বতের প্রসঙ্গে একটা আকর্ষণীয় বিষয় জানানো যাক। আসলে ল্যে প্যুস পর্বতে প্রথম আরোহণ করেছিলেন চার্লস ডারউইন।
advertisement
সম্প্রতি এই পর্বতশৃঙ্গের ছবি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করা হয়েছিল। দেখেই বোঝা যায় এই পর্বতের উচ্চতা যথেষ্ট। আর এই পর্বতটি মোকা পর্বতশ্রেণীতে অবস্থিত। বুড়ো আঙুলের আকৃতির কারণেই এই পর্বতের নাম ল্যে প্যুস। মরিশাসের মধ্যাঞ্চলে পেটিট ভার্জার সেন্ট পিয়্যা গ্রামে অবস্থিত ল্যে প্যুস পর্বত। খাড়াই এই পর্বতশৃঙ্গে আরোহণ করা বেশ মুশকিল।
advertisement
দেখে এমনটা মনে হলেও ওই শৃঙ্গে ওঠা বেশ সহজ। ইনস্টাগ্রামে @ryanlenferna নামে এক ব্যবহারকারী একটি ভিডিও শেয়ার করেছেন। কীভাবে এই পর্বতের শিখরে আরোহণ করা হয়, সেটাই শেয়ার করেছেন তিনি। ছবির ক্যাপশনে লেখা রয়েছে, “ল্যে প্যুস পর্বতের উচ্চতা ৮১২ মিটার। এটাই মরিশাসের তৃতীয় উচ্চতম পর্বত। দুর্দান্ত উচ্চতা, দুর্দান্ত দৃশ্য, ঠিক কি না। মোকায় অবস্থিত ল্যে প্যুস-এর ইংরাজি অর্থ হল বুড়ো আঙুল। এর বুড়ো আঙুলের আকৃতির কারণেই এহেন নাম।”
advertisement
advertisement







