প্রেম ছিল, বিয়ে হয়নি! ক্রিকেটারকে ভালবেসেছিলেন লতা মঙ্গেশকর! বন্ধুত্ব ছিল আজীবন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Lata Mangeshkar Love Story: লতা মঙ্গেশকরের- রাজ সিং দুঙ্গারপুরের প্রেম নিয়ে অনেক কথা শোনা যায়। ভারতের প্রাক্তন ক্রিকেটার রাজ সিং দুঙ্গারপুর রাজস্থানের রাজপরিবারের সদস্য ছিলেন।
advertisement
advertisement
advertisement
কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের বিয়ে না করার সিদ্ধান্তের আরেকটি কারণ জানা যায়। এমনও শোনা যায়, তিনি ভাই-বোন, মীনা, আশা, ঊষা এবং হৃদয়নাথের প্রতি খুবই স্নেহপ্রবণ ছিলেন। তাঁদের শিক্ষা থেকে শুরু করে নিজ নিজ কেরিয়ারে প্রতিষ্ঠিত হতে সহায়তা করতে লতা প্রতিশ্রুতি নিয়েছিলেন। তবে কোনটা সত্যি, তা এখনও রহস্যই থেকে গিয়েছে।
advertisement
লতা মঙ্গেশকরের- রাজ সিং দুঙ্গারপুরের প্রেম নিয়ে অনেক কথা শোনা যায়। ভারতের প্রাক্তন ক্রিকেটার রাজ সিং দুঙ্গারপুর রাজস্থানের রাজপরিবারের সদস্য ছিলেন। দুঙ্গারপুরের তৎকালীন শাসক প্রয়াত মহারাওয়াল লক্ষ্মণ সিংজির কনিষ্ঠ পুত্র ছিলেন তিনি। লতা মঙ্গেশকরকে সেই রাজপরিবার বধূ হিসেবে মেনে নিতে চাননি বলেও শোনা যায়।
advertisement
advertisement
জানা যায়, লতার সঙ্গে ছেলের বিয়ে দিতে চাননি মহারাওয়াল লক্ষ্মণ সিংজি। কারণ ছিল লতা কোনও রাজপরিবারের সদস্য ছিলেন না। পরে বাবার প্রতি অপরিসীম ভালবাসা এবং শ্রদ্ধার কারণে সেই সিদ্ধান্ত মেনে নেন রাজ সিং। তবে তিনি পুরো জীবনে কাউকে বিয়ে না করার প্রতিজ্ঞা করেন। সেই কথা বাবা-মাকেও জানিয়েছিলেন। লতা মঙ্গেশকরও একই প্রতিজ্ঞা করেছিলেন বলে শোনা যায়। তবে দু'জনেই আজীবন বন্ধু ছিলেন।