প্রয়োজন হবে না ব্রহ্মোসেরও, দুর্ধর্ষ হাতিয়ার বানিয়ে ফেলেছে ইজরায়েল ! চোখের নিমেষে গুঁড়িয়ে যাবে শত্রুপক্ষ
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Laser Defense System by Israel: আসলে ইজরায়েলি সংস্থা এনেছে এমন এক আদর্শ অস্ত্র, যা বাতাসে থাকাকালীনই ড্রোন এবং মর্টারকে ধ্বংস করে দিতে পারে। Light Beam Hard Kill Neutralization System-এর মতো অস্ত্র ব্যবস্থার উপর ভিত্তি করে তৈরি ইজরায়েলের নতুন লেজার প্রযুক্তি ভারতের জন্য বড়সড় সুবিধা হিসেবে প্রমাণিত হতে পারে।
এমন একটা সময় ছিল, যখন স্থল অভিযান পরিচালনা করতে হত সেনাবাহিনীকে। কিন্তু এখন এয়ার স্ট্রাইক বা বিমান হানা এবং প্রযুক্তির মাধ্যমে অনায়াসে এই অভিযান চালাতে পারে তারা। আজকের দিনে একটি দেশের কাছে যতটা আধুনিক প্রযুক্তি থাকবে, সেই দেশ ততটাই এগিয়ে থাকবে। এদিকে অপারেশন সিঁদুর-এর সময় ইজরায়েলি ড্রোন ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে ভারত রীতিমতো যে বিপর্যয় ডেকে এনেছিল, সেই বিষয়ে আর আলাদা করে কিছু বলে দিতে হয় না। এখন ভারতীয় সেনাবাহিনীর হাতে আরও একটা উপহার তুলে দিতে পারে ইজরায়েল। (Image: X)
advertisement
আসলে ইজরায়েলি সংস্থা এনেছে এমন এক আদর্শ অস্ত্র, যা বাতাসে থাকাকালীনই ড্রোন এবং মর্টারকে ধ্বংস করে দিতে পারে। Light Beam Hard Kill Neutralization System-এর মতো অস্ত্র ব্যবস্থার উপর ভিত্তি করে তৈরি ইজরায়েলের নতুন লেজার প্রযুক্তি ভারতের জন্য বড়সড় সুবিধা হিসেবে প্রমাণিত হতে পারে। ইতিমধ্যেই ইজরায়েলের হাতে রয়েছে আয়রন বিম লেজার সিস্টেম। এর মাধ্যমে শত্রু নিধন করা সম্ভব। বর্তমানে রাফাল যে লেজার বিম তৈরি করেছে, তা স্বল্প দূরত্বে নির্ভুল ভাবে আঘাত হানার ক্ষমতা রাখে। (Photo: AI/Representational)
advertisement
প্রথম ড্রোন, বর্তমানে রশ্মি বা বিমের মাধ্যমেই নিধন হবে পাকিস্তান: আসলে ইজরায়েল এবং ভারতের সেনাবাহিনীর মধ্যে প্রযুক্তিগত অংশীদারিত্ব এবং আধুনিক অস্ত্র ব্যবস্থার বিনিময় আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে প্রমাণিত হচ্ছে। এই রকম পরিস্থিতিতে অস্ত্র ব্যবস্থার উপর ভিত্তি করে তৈরি ইজরায়েলের নয়া লেজার টেকনোলজি কিন্তু গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। এদিকে ভারত ইতিমধ্যেই ইজরায়েলের কাছ থেকে Skystriker Kamikaze ড্রোনের প্রযুক্তি গ্রহণ করেছে। ফলে এবার লেজার বিম টেকনোলজির বিষয়েই ইজরায়েলের সঙ্গে কথা বলতে পারে ভারত।
advertisement
খেলা ঘুরিয়ে দেবে এই প্রযুক্তি: ইজরায়েলি লেজার প্রযুক্তি বাতাসে থাকা ড্রোন, মর্টার এবং ছোট ছোট ক্ষেপণাস্ত্রকে নিউট্রালাইজ করে দিতে পারে। জেরুজালেম পোস্টের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, এই লেজার বিম সিস্টেম স্বল্প দূরত্ব থেকে উচ্চ প্রাণঘাতী ক্ষমতার সঙ্গে শত্রুর অস্ত্রগুলিকে প্রতিরোধ করে। ৪×৪ জিপের মতো সাধারণ যানবাহনেই এটা এঁটে যেতে পারে। সেই কারণে এর ব্যবহার খুবই সহজ। শুধু তা-ই নয়, এই হাতিয়ার একটা জ্যামার হিসেবে কাজ করে। শত্রুপক্ষের ইলেকট্রনিক ইক্যুইপমেন্টও ডিজেবল করে দিতে পারে। এতে রয়েছে আনলিমিটেড লেজার বিম। যা রকেটের মতোই ব্যবহারের জন্য প্রস্তুত থাকবে। (Representative Image)
advertisement
ভারতের জন্য উপযোগী কেন? অন্যান্য মিসাইল সিস্টেমের তুলনায় এই লেজার অস্ত্র কিন্তু কম দামি। ফলে ভারতের প্রতিরক্ষা খাতের খরচ কমতে পারে। তাৎক্ষণিক ভাবে ড্রোন এবং ছোট অস্ত্র ধ্বংস করার ক্ষমতা ভারতের সীমান্তের নিরাপত্তা আরও জোরদার করবে। ভারতীয় সেনাবাহিনীর অপারেশনাল যানবাহনেই সহজে এই সিস্টেম ইনস্টল করা যাবে। যা মোবাইল যুদ্ধের ক্ষমতা বাড়াবে। একই সময়ে আধুনিক প্রযুক্তির দিক থেকে ইজরায়েলি প্রযুক্তি ভারতের জন্য চমৎকার হবে। অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারত ব্রহ্মোস মিসাইলের জাদু প্রদর্শন করেছে। পাকিস্তানে রীতিমতো বিপর্যয় ডেকে এনেছে এটি। সমগ্র বিশ্বই এর ক্ষমতা দেখেছে। রাশিয়ায় এটি P-800 Onyx নামে পরিচিত। মূলত এটি ভারত আর রাশিয়ার যৌথ উদ্যোগ। এখন ইজরায়েলের সঙ্গে হাত মিলিয়ে এই লেজার বিম প্রযুক্তি তৈরির কাজ শুরু করছে ভারত। এতে শুধু খরচই কমবে না, সেই সঙ্গে শত্রুর ডানাও আকাশেই গুঁড়িয়ে দেওয়া যাবে। (Image: X)