Kuldhara | The Ghost Village: গ্রামে ঘুরছে অতৃপ্ত মেয়ের আত্মা! ৩০০ বছর ধরে গ্রাম ছাড়া মানুষ! দিনে দুপুরে ভূতের দেখা মেলে এখানে!
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Kuldhara | The Ghost Village: দিনে দুপুরে ভূতের সঙ্গে দেখা করতে চান? তা হলে যেতে হবে এই গ্রামে ! ৩০০ বছর ধরে এখানে মানুষ নয়, থাকে ভূতেরাই!
advertisement
advertisement
advertisement
advertisement
এই গ্রামে নাকি আজও গ্রাম প্রধানের মেয়ের আত্মা ঘুরে বেড়ায়। এমনটাই মনে করেন অন্য গ্রামের মানুষেরা। যদিও এই গ্রামকে এখন সংরক্ষণ করা হয়েছে। ট্যুরিস্টরা এই গ্রামে ঘুরতে যেতে পারেন। কিন্তু এখানে থাকার ব্যবস্থা নেই। তবে সন্ধ্যের আগেই সকলকে ফিরে যেতে হয় গ্রাম থেকে। এখানে ভূতের বাস। একথা অনেকেই মনে করেন। photo source collected