খাদ্যপ্রেমীদের কাছে বিরিয়ানির জুড়ি মেলা ভার। আর কলকাতার মানুষের কাছে উৎসব মানেই এখন একটাই খাবার- বিরিয়ানি। পুজো হোক বা ঈদ, বিয়ে হোক বা অন্নপ্রাশন, সব কিছুতেই এখন বিরিয়ানি অবশ্যই একটি প্রধান পদ। ভারতের অন্যান্য প্রদেশের থেকে কলকাতার বিরিয়ানির কদরও আলাদা। আজকে আমরা দেখে নেব কলকাতার সেরা বিরিয়ানির ঠিকানা।