• আজ মহাসপ্তমী ৷ সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে কলা বৌ বা নবপত্রিকার স্নান ৷ আজ কলা বৌ স্নানের পর তাঁকে মা দুর্গার পাশে প্রতিষ্ঠা করেই শুরু হবে মায়ের মূল পুজো ৷ কিন্তু জানেন কী, কলা বৌ আসলে কে ? তিনি কিন্তু মোটেই গণেশের বৌ নন, বরম তাঁর মা ৷ কারণ কলা বৌ বা নবপত্রিকা আসলে মা দুর্গারই বৃক্ষরূপ ৷ ছবি: News18Bangla ৷
advertisement
• নবপত্রিকার আক্ষরিক অর্থ বোঝায় নয়টি পাতা । কিন্তু এখানে নয়টি উদ্ভিদ দিয়ে নবপত্রিকা গঠন করা হয় । এই নয়টি উদ্ভিদ মা দুর্গার নয়টি শক্তির প্রতীক । এই নয়টি উদ্ভিদ হল- কদলী বা রম্ভা ( কলা গাছ ), কচু, হরিদ্রা ( হলুদ ), জয়ন্তী , বিল্ব (বেল ), দাড়িম্ব ( ডালিম ), অশোক, মান ও ধান । ছবি: News18Bangla ৷
advertisement
advertisement
advertisement
• ৯টি উদ্ভিদে রয়েছেন ৯জন অধিষ্টাত্রী দেবী। কলা গাছ এর অধিষ্টাত্রী দেবী ব্রহ্মাণী , কচু গাছের অধিষ্টাত্রী দেবী কালিকা, হরিদ্রা গাছের অধিষ্টাত্রী দেবী উমা, জয়ন্তী গাছের অধিষ্টাত্রী দেবী কার্ত্তিকী, বিল্ব গাছের অধিষ্টাত্রী দেবী শিবা, দাড়িম্ব গাছের অধিষ্টাত্রী দেবী রক্তদন্তিকা, অশোক গাছের অধিষ্টাত্রী দেবী শোকরহিতা, মান গাছের অধিষ্টাত্রী দেবী চামুন্ডা ও ধান গাছের অধিষ্টাত্রী দেবী লক্ষ্মী। ছবি: News18Bangla ৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
• নবপত্রিকা কি ভাবে দুর্গা পূজার সাথে মিশে গেলো – তা নিয়ে জানা মুনির নানা মত । মার্কণ্ড পুরানে নবপত্রিকা পূজার বিধান নেই । দেবী ভাগবতে নব দুর্গার উল্লেখ থাকলেও নবপত্রিকার উল্লেখ নেই । কালিকা পুরানে এই নিয়ম না থাকলে সপ্তমীতে পত্রিকা পূজার কথা আছে । কৃত্তিবাসী রামায়নে এর উল্লেখ পাওয়া যায় । ছবি: News18Bangla ৷
advertisement
advertisement
