Kojagari Lakshmi Puja 2021|| কোজাগরী লক্ষ্মী পুজোয় ভুলেও এই কাজ করবেন না, দুঃসময় ঘনিয়ে আসবে জীবনে

Last Updated:
Kojagari Lakshmi Puja 2021 do's & don'ts: এ বারে অর্থাৎ ২০২১ সালের কোজাগরী লক্ষ্মী পুজো (Kojagari Lakshmi Puja 2021) পড়েছে দু-দিন। ১৯ এবং ২০ অক্টোবর ।
1/12
*মা দুর্গা ফিরে গিয়েছেন কৈলাসে। কিন্তু উমা চার সন্তানের তিনজনকে নিয়ে ফিরলেও মর্ত্যে রেখে গিয়েছেন তাঁর এক মেয়েকে। কোজাগরী পূর্ণিমা তিথিতে পুজো নিয়ে তবেই ফিরবেন দেবী লক্ষ্মী। সংগৃহীত ছবি। 
*মা দুর্গা ফিরে গিয়েছেন কৈলাসে। কিন্তু উমা চার সন্তানের তিনজনকে নিয়ে ফিরলেও মর্ত্যে রেখে গিয়েছেন তাঁর এক মেয়েকে। কোজাগরী পূর্ণিমা তিথিতে পুজো নিয়ে তবেই ফিরবেন দেবী লক্ষ্মী। সংগৃহীত ছবি। 
advertisement
2/12
*দুর্গা প্রতিমা নিরঞ্জনের সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গিয়েছে কোজাগরী লক্ষ্মী পুজোর (Kojagari Lakshmi Puja 2021) প্রস্তুতি। দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী (Laxmi Puja 2021) দেবীর আরাধনা করা হয়। সংগৃহীত ছবি।
*দুর্গা প্রতিমা নিরঞ্জনের সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গিয়েছে কোজাগরী লক্ষ্মী পুজোর (Kojagari Lakshmi Puja 2021) প্রস্তুতি। দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী (Laxmi Puja 2021) দেবীর আরাধনা করা হয়। সংগৃহীত ছবি।
advertisement
3/12
*মূলত বাংলা, অসম এবং ওড়িশায় এ দিনের পূর্ণিমায় পুজো করার চল রয়েছে। এই পূর্ণিমাকে দেশের বিভিন্ন প্রান্তে 'শারদ পূর্ণিমা'ও (Sharad Purnima) বলা হয়।  সংগৃহীত ছবি।
*মূলত বাংলা, অসম এবং ওড়িশায় এ দিনের পূর্ণিমায় পুজো করার চল রয়েছে। এই পূর্ণিমাকে দেশের বিভিন্ন প্রান্তে 'শারদ পূর্ণিমা'ও (Sharad Purnima) বলা হয়।  সংগৃহীত ছবি।
advertisement
4/12
*মা লক্ষ্মী (Goddess Lakshmi) ধনসম্পদের দেবী।  সৌভাগ্য এবং শান্তির প্রতীক। সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য বাঙালির ঘরে ঘরে লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়। বেশিরভাগ বাঙালির ঘরে বছরভর প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীর পুজো করে থাকেন। তবে আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে যে লক্ষ্মীর পুজো করা হয় তা হল কোজাগরী লক্ষ্মী পুজো। সংগৃহীত ছবি।
*মা লক্ষ্মী (Goddess Lakshmi) ধনসম্পদের দেবী।  সৌভাগ্য এবং শান্তির প্রতীক। সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য বাঙালির ঘরে ঘরে লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়। বেশিরভাগ বাঙালির ঘরে বছরভর প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীর পুজো করে থাকেন। তবে আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে যে লক্ষ্মীর পুজো করা হয় তা হল কোজাগরী লক্ষ্মী পুজো। সংগৃহীত ছবি।
advertisement
5/12
*মা লক্ষ্মী ধন-সম্পত্তি, সমৃদ্ধির দেবী। তাঁর আরাধনায় সংসার ভরে ওঠে প্রাচুর্যে। তাই ঘরে ঘরে কোজাগরী লক্ষীর আরাধনায় ব্রতী হন ধর্মপ্রাণ হিন্দুরা। সংগৃহীত ছবি।
*মা লক্ষ্মী ধন-সম্পত্তি, সমৃদ্ধির দেবী। তাঁর আরাধনায় সংসার ভরে ওঠে প্রাচুর্যে। তাই ঘরে ঘরে কোজাগরী লক্ষীর আরাধনায় ব্রতী হন ধর্মপ্রাণ হিন্দুরা। সংগৃহীত ছবি।
advertisement
6/12
*কিন্তু মা লক্ষ্মী বড়ই চঞ্চলা। তাই তাঁকে ঘরে থিতু করা সহজ কথা নয়। দেবীকে সন্তুষ্ট করতে হয় নিজের ভক্তি, শ্রদ্ধা আর সমর্পণের মাধ্যমে। তাই লক্ষ্মী পুজোর দিন মা’কে তুষ্ট করতে কয়েকটি কাজ করা থেকে নিজেকে বিরত রাখুন। সংগৃহীত ছবি।
*কিন্তু মা লক্ষ্মী বড়ই চঞ্চলা। তাই তাঁকে ঘরে থিতু করা সহজ কথা নয়। দেবীকে সন্তুষ্ট করতে হয় নিজের ভক্তি, শ্রদ্ধা আর সমর্পণের মাধ্যমে। তাই লক্ষ্মী পুজোর দিন মা’কে তুষ্ট করতে কয়েকটি কাজ করা থেকে নিজেকে বিরত রাখুন। সংগৃহীত ছবি।
advertisement
7/12
*মা লক্ষ্মী শব্দ বা আওয়াজ একেবারে পছন্দ করেন না। তাই মা লক্ষ্মীর পুজোয় কাঁসর-ঘণ্টা বাজাবেন না। সংগৃহীত ছবি।
*মা লক্ষ্মী শব্দ বা আওয়াজ একেবারে পছন্দ করেন না। তাই মা লক্ষ্মীর পুজোয় কাঁসর-ঘণ্টা বাজাবেন না। সংগৃহীত ছবি।
advertisement
8/12
*লক্ষ্মী পুজোয় চেষ্টা করুন সাদা রংকে এড়িয়ে চলতে। তাই সাদা ফুল নিবেদন করবেন না। লাল, গোলাপি বা অন্য রঙের ফুল দিন পুজোয়। সংগৃহীত ছবি।
*লক্ষ্মী পুজোয় চেষ্টা করুন সাদা রংকে এড়িয়ে চলতে। তাই সাদা ফুল নিবেদন করবেন না। লাল, গোলাপি বা অন্য রঙের ফুল দিন পুজোয়। সংগৃহীত ছবি।
advertisement
9/12
*লক্ষ্মী পুজোয় তুলসী পাতা অর্পণ করবেন না। এতে বিপদ হতে পারে। রুষ্ঠ হতে পারেন দেবী। সংগৃহীত ছবি।
*লক্ষ্মী পুজোয় তুলসী পাতা অর্পণ করবেন না। এতে বিপদ হতে পারে। রুষ্ঠ হতে পারেন দেবী। সংগৃহীত ছবি।
advertisement
10/12
*মা লক্ষ্মীর বসার আসনের রংও যেন সাদা না হয়। বসার আসন রঙিন হতে হবে। সাদা রংয়ের আসন না পাতাই ভাল। সংগৃহীত ছবি।
*মা লক্ষ্মীর বসার আসনের রংও যেন সাদা না হয়। বসার আসন রঙিন হতে হবে। সাদা রংয়ের আসন না পাতাই ভাল। সংগৃহীত ছবি।
advertisement
11/12
*লক্ষ্মী পুজোয় লোহার বাসন ব্যবহার করা যাবে না। সংগৃহীত ছবি।
*লক্ষ্মী পুজোয় লোহার বাসন ব্যবহার করা যাবে না। সংগৃহীত ছবি।
advertisement
12/12
*এ বারে অর্থাৎ ২০২১ সালের কোজাগরী লক্ষ্মী পুজো (Kojagari Lakshmi Puja 2021) পড়েছে দু-দিন।  ১৯ এবং ২০ অক্টোবর । ১৯ তারিখ সন্ধ্যা ৭ টা বেজে ০৩ মিনিটে শুরু হবে তিথি এবং ২০ অক্টোবর রাত্রি ৮ টা বেজে ২৬ মিনিটে শেষ হবে। এই সময়ের মধ্যে বাড়িতে মা লক্ষ্মীর আরাধনা করা যাবে। তবে তার মধ্যেও শুভ সময় ১৯ অক্টোবর রাত ১১.৩৫ মিনিট থেকে ১২.২৭ মিনিট (৫২ মিনিট) পর্যন্ত। সংগৃহীত ছবি।
*এ বারে অর্থাৎ ২০২১ সালের কোজাগরী লক্ষ্মী পুজো (Kojagari Lakshmi Puja 2021) পড়েছে দু-দিন।  ১৯ এবং ২০ অক্টোবর । ১৯ তারিখ সন্ধ্যা ৭ টা বেজে ০৩ মিনিটে শুরু হবে তিথি এবং ২০ অক্টোবর রাত্রি ৮ টা বেজে ২৬ মিনিটে শেষ হবে। এই সময়ের মধ্যে বাড়িতে মা লক্ষ্মীর আরাধনা করা যাবে। তবে তার মধ্যেও শুভ সময় ১৯ অক্টোবর রাত ১১.৩৫ মিনিট থেকে ১২.২৭ মিনিট (৫২ মিনিট) পর্যন্ত। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement