Knowledge Story: গোলাপি শহর 'Pink' হল কেন? হুকুম তামিল হয়েছিল তৎক্ষণাৎ... রাতারাতি আস্ত একটা শহর বদলে গেল রাজ নির্দেশে?

Last Updated:
Knowledge Story: কেন রাজস্থানের জয়পুর গোলাপি শহর হিসাবে পরিচিত জানেন? জানতে হলে আপনাকে পিছিয়ে যেতে হবে আজ থেকে প্রায় দেড়শ বছর আগে।
1/10
মধ্য ভারতের রাজস্হান রাজ্যের রাজধানী জয়পুরকে পিংক সিটি বা গোলাপি শহর বলা হয়। মহারাজা দ্বিতীয় জয় সিং এর সময়ে ও পরিকল্পনায় গড়ে তোলা শহর জয়পুর। তাঁর নামেই নামকরণ করা হয় এই শহরের। কিন্তু রাতারাতি আস্ত একটা শহর কেন পিঙ্ক হয়ে গেল? গোলাপি শহরের গোলাপি হওয়ার পিছনে রয়েছে বিরাট ইতিহাস!
মধ্য ভারতের রাজস্হান রাজ্যের রাজধানী জয়পুরকে পিংক সিটি বা গোলাপি শহর বলা হয়। মহারাজা দ্বিতীয় জয় সিং এর সময়ে ও পরিকল্পনায় গড়ে তোলা শহর জয়পুর। তাঁর নামেই নামকরণ করা হয় এই শহরের। কিন্তু রাতারাতি আস্ত একটা শহর কেন পিঙ্ক হয়ে গেল? গোলাপি শহরের গোলাপি হওয়ার পিছনে রয়েছে বিরাট ইতিহাস!
advertisement
2/10
কেন রাজস্থানের জয়পুর গোলাপি শহর হিসাবে পরিচিত জানেন? জানতে হলে আপনাকে পিছিয়ে যেতে হবে আজ থেকে প্রায় দেড়শ বছর আগে। আসলে এই জয়পুরের গোলাপি রঙের নেপথ্যের ঐতিহাসিক কারণ লুকিয়ে আছে সেইসময় ১৮৭৬ সালে মহারাজা রাম সিং ভারত সফরের সময় যুবরাজ অ্যালবার্টকে মুগ্ধ করানোর এক কৌশলে।
কেন রাজস্থানের জয়পুর গোলাপি শহর হিসাবে পরিচিত জানেন? জানতে হলে আপনাকে পিছিয়ে যেতে হবে আজ থেকে প্রায় দেড়শ বছর আগে। আসলে এই জয়পুরের গোলাপি রঙের নেপথ্যের ঐতিহাসিক কারণ লুকিয়ে আছে সেইসময় ১৮৭৬ সালে মহারাজা রাম সিং ভারত সফরের সময় যুবরাজ অ্যালবার্টকে মুগ্ধ করানোর এক কৌশলে।
advertisement
3/10
নামের পিছনে আসল যুক্তিটি বুঝতে হবে। প্রাচীরযুক্ত ঐতিহাসিক শহরের কেন্দ্রের প্রতিটি বিল্ডিং পোড়ামাটির 'গোলাপি' রঙযুক্ত। এই রঙটি শহরের ঐতিহ্যের পক্ষে এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে, এটি স্থানীয়ভাবে গোলাপি রং করার জন্য আইন প্রয়োগ করা হয়।
নামের পিছনে আসল যুক্তিটি বুঝতে হবে। প্রাচীরযুক্ত ঐতিহাসিক শহরের কেন্দ্রের প্রতিটি বিল্ডিং পোড়ামাটির 'গোলাপি' রঙযুক্ত। এই রঙটি শহরের ঐতিহ্যের পক্ষে এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে, এটি স্থানীয়ভাবে গোলাপি রং করার জন্য আইন প্রয়োগ করা হয়।
advertisement
4/10
রাজার নির্দেশ। সবাইকে তো মানতেই হবে। তাই হুকুম তামিল হয়েছিল তৎক্ষণাৎ। যার পিছনে ছিল অন্য কাহিনি। যা একটা শহরকে রাতারাতি গোলাপি করে দিয়েছিল। জয়পুর হয়ে গিয়েছিল 'পিঙ্ক সিটি' এক নির্দেশে।
রাজার নির্দেশ। সবাইকে তো মানতেই হবে। তাই হুকুম তামিল হয়েছিল তৎক্ষণাৎ। যার পিছনে ছিল অন্য কাহিনি। যা একটা শহরকে রাতারাতি গোলাপি করে দিয়েছিল। জয়পুর হয়ে গিয়েছিল 'পিঙ্ক সিটি' এক নির্দেশে।
advertisement
5/10
সময়টা ১৮৭৬ সাল, খুব পুরনো দিনের কথা নয়। সে সময় ভারতে ইংরেজ শাসন। রাজস্থানের জয়পুরে অবশ্য তখনও খাতায় কলমে রাজা মহারাজা সোওয়াই রাম সিং। তিনি নির্দেশ দিলেন জয়পুর শহরটাকে গোলাপি করে ফেলতে হবে।
সময়টা ১৮৭৬ সাল, খুব পুরনো দিনের কথা নয়। সে সময় ভারতে ইংরেজ শাসন। রাজস্থানের জয়পুরে অবশ্য তখনও খাতায় কলমে রাজা মহারাজা সোওয়াই রাম সিং। তিনি নির্দেশ দিলেন জয়পুর শহরটাকে গোলাপি করে ফেলতে হবে।
advertisement
6/10
প্রত্যেক বাড়িতে সেই রাজ নির্দেশ পৌঁছে গেল। প্রত্যেকটি বাড়িকে একটিই রংয়ে সাজিয়ে ফেলতে হবে। আর তা হল গোলাপি রং। গোলাপি রং দিয়ে শহরের প্রতিটি বাড়ি রং করে ফেলার নির্দেশ তামিলও হল।
প্রত্যেক বাড়িতে সেই রাজ নির্দেশ পৌঁছে গেল। প্রত্যেকটি বাড়িকে একটিই রংয়ে সাজিয়ে ফেলতে হবে। আর তা হল গোলাপি রং। গোলাপি রং দিয়ে শহরের প্রতিটি বাড়ি রং করে ফেলার নির্দেশ তামিলও হল।
advertisement
7/10
রাজ নির্দেশ অমান্য করার সাহস কারও নেই। ফলে সকলেই বাড়ির রং গোলাপি করে ফেলতে শুরু করলেন। আমূল পাল্টে গেল গোটা শহরটার চেহারাটাই। গোলাপি হয়ে গেল শহর জয়পুর। তবে এই রাজ নির্দেশের পিছনে একটা কারণও ছিল।
রাজ নির্দেশ অমান্য করার সাহস কারও নেই। ফলে সকলেই বাড়ির রং গোলাপি করে ফেলতে শুরু করলেন। আমূল পাল্টে গেল গোটা শহরটার চেহারাটাই। গোলাপি হয়ে গেল শহর জয়পুর। তবে এই রাজ নির্দেশের পিছনে একটা কারণও ছিল।
advertisement
8/10
সে সময় প্রিন্স অফ ওয়েলস এবং ইংল্যান্ডের রানি ভিক্টোরিয়ার জয়পুর শহরে আসার কথা। সে খবর আগেই রাজার কাছে পৌঁছয়। তাই রানিকে খুশি করতেই রাজা এই নির্দেশ জারি করলেন।
সে সময় প্রিন্স অফ ওয়েলস এবং ইংল্যান্ডের রানি ভিক্টোরিয়ার জয়পুর শহরে আসার কথা। সে খবর আগেই রাজার কাছে পৌঁছয়। তাই রানিকে খুশি করতেই রাজা এই নির্দেশ জারি করলেন।
advertisement
9/10
জয়পুরের গোলাপি শহরের শিরোপা এখনও বিশ্ববিখ্যাত। গোটা পৃথিবীই জয়পুরকে চেনে গোলাপি শহর বলে। যদিও এখন জয়পুরে কিছু অন্য রংও নজর কাড়ে।
জয়পুরের গোলাপি শহরের শিরোপা এখনও বিশ্ববিখ্যাত। গোটা পৃথিবীই জয়পুরকে চেনে গোলাপি শহর বলে। যদিও এখন জয়পুরে কিছু অন্য রংও নজর কাড়ে।
advertisement
10/10
শোনা যায় যে জয়পুরে রাজ নির্দেশের আগে থেকেও যে অট্টালিকা বা প্রাসাদ ছিল তাতে গোলাপি পাথরের ব্যবহার ছিল চোখে পড়ার মতন। ফলে জয়পুরে গোলাপির প্রভাব তার আগেও ছিল বলেই মনে করেন ইতিহাসবিদদের একাংশ। তবে এই ইতিহাসের নিরিখেই হোক বা ভৌগোলিক ও নৃতত্বের বিচারেই হোক, জয়পুর যে এ দেশের-সহ বিদেশী পর্যটকদের মন জয় করে নিয়ে চলেছে দিনের পর দিন, সে বিষয়ে কোনও সন্দেহের অবকাশ নেই।
শোনা যায় যে জয়পুরে রাজ নির্দেশের আগে থেকেও যে অট্টালিকা বা প্রাসাদ ছিল তাতে গোলাপি পাথরের ব্যবহার ছিল চোখে পড়ার মতন। ফলে জয়পুরে গোলাপির প্রভাব তার আগেও ছিল বলেই মনে করেন ইতিহাসবিদদের একাংশ। তবে এই ইতিহাসের নিরিখেই হোক বা ভৌগোলিক ও নৃতত্বের বিচারেই হোক, জয়পুর যে এ দেশের-সহ বিদেশী পর্যটকদের মন জয় করে নিয়ে চলেছে দিনের পর দিন, সে বিষয়ে কোনও সন্দেহের অবকাশ নেই।
advertisement
advertisement
advertisement